ফাতেমা তাবাসুম

ফেলো, ডিসমিসল্যাব
আসামের ভিডিওতে ছাত্রলীগের স্লোগান বসিয়ে ফেসবুকে প্রচার  
This article is more than 5 months old

আসামের ভিডিওতে ছাত্রলীগের স্লোগান বসিয়ে ফেসবুকে প্রচার  

ফাতেমা তাবাসুম

ফেলো, ডিসমিসল্যাব

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো একটি রিলে দেখা যায়, কয়েকজন নারী স্লোগান দিচ্ছেন “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,” “ঝড়-বৃষ্টি আঁধার রাতে, আমরা আছি তোমার সাথে,” “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।” ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, বাংলাদেশ নয়, ভিডিওটি ভারতের আসাম রাজ্যের এক প্রতিবাদ কর্মসূচির। মূল ভিডিওর অডিও মুছে তাতে ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগের এক কর্মসূচীর অডিও জুড়ে দেওয়া হয়েছে।

গত ৬ মার্চ এক ফেসবুক আইডি থেকে শেয়ার করা একটি ভিডিও দেখেছে প্রায় নয় লাখ ব্যবহারকারী যাতে ছয় হাজারেরও বেশি রিঅ্যাক্ট হতে দেখা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে চারশোর বেশি মন্তব্য ছিল। ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় দেড় হাজার বার। সম্প্রতি একই ভিডিও আরও অনেক ব্যবহারকারীকে শেয়ার করতে দেখা যায় (, , , , )।  ভিডিওটির ওপরে “শেয়ার চাই” লিখেও পোস্ট করা হচ্ছিল। 

ডিসমিসল্যাব রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে রিলে ব্যবহৃত মূল ভিডিওটি খুঁজে পায়। ভিডিওটি ভারতের আসাম রাজ্যের সিলসাকো বিল এলাকায় উচ্ছেদ অভিযানের প্রতিবাদ কর্মসূচীর। গত বছরের ২৬ আগস্টের এই কর্মসূচীতে ‘গো ব্যাক, গো ব্যাক’ স্লোগান দিতে শোনা যায়। এই সময় একাধিক নারী প্রতিবাদস্বরূপ স্বল্পবসনা হয়ে পড়েন। ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গুয়াহাটির এ জলাশয় এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন এই নারীরা। উক্ত ভিডিও থেকে তাঁদের স্লোগান মুছে তার জায়গায় ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগের স্লোগান বসিয়ে দেওয়া হয়েছে।

ডিসমিসল্যাবের যাচাইয়ে মূল অডিওটি পাওয়া যায় বাংলাদেশের গণমাধ্যম ডিবিসি নিউজের নিজস্ব ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে। গতবছরের ২ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে ডিবিসি ইডেন কলেজ ছাত্রলীগের কর্মসূচী নিয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। সেখান থেকে কিছু অডিও নিয়ে ভাইরাল ভুয়া রিলটিতে ব্যবহার করা হয়েছে। ২৮ সেকেন্ড দীর্ঘ রিলের ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেয়া হয়েছে কৃত্রিম হাসির শব্দও। আসল ভিডিওটির অডিও ছিল মূলত ইংরেজি ও অসমিয়া ভাষায়।

আরো কিছু লেখা