সুদেষ্ণা মহাজন অর্পা

প্রয়াত বিএনপি নেতার স্ত্রীর ভিডিও ছড়াচ্ছে ওসমান হাদির স্ত্রী রংপুরে বিএনপির মনোনয়ন চাচ্ছেন বলে
সুদেষ্ণা মহাজন অর্পা
রংপুরে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে রাজনীতিতে আসতে চান ইনকিলাব মঞ্চের সদ্য প্রয়াত মুখপাত্র ওসমান হাদির স্ত্রী রেজওয়ানা ইসলাম লুনা। এ দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওর নারী ওসমান হাদির স্ত্রী নন। রংপুর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব প্রয়াত আনিছুর রহমান লাকুর স্ত্রী রেজওয়ানা ইসলাম লুনা কথা বলছিলেন ছড়িয়ে পড়া ভিডিওতে। গত ২ ডিসেম্বর খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুর জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠানে কথা বলছিলেন তিনি।
ফেসবুকের একটি পেজ থেকে আজ (২২ ডিসেম্বর) একটি ভিডিও (আর্কাইভ লিংক) পোস্ট করা হয়। ভিডিওর ভেতরে লেখা, “দল ও রংপুরের মানুষ যদি চায় তা হলে আমি রাজনীতে আসবো ওসমান হাদি’র স্ত্রী- রেজওয়ান ইসলাম লুনা।” (বানান অপরিবর্তিত)। ভিডিওর উপরে ডান কোণে “বরিশালের প্রতিধ্বনি” নামের একটি লোগো এবং ডানদিকে “রংপুর” লেখা দেখা যাচ্ছে। এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে এবং সাড়ে ৫ হাজার বারের বেশি শেয়ার করা হয়েছে।

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (১, ২, ৩, ৪) এবং গ্রুপ থেকে একই দাবিতে ভিডিওটি প্রচার করা হয়। ৩ মিনিট ০৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী গণমাধ্যমের সামনে কথা বলছেন। তিনি বলেন, “আপনারা জানেন আমার হাজব্যান্ড কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন।সে গোটা জীবনটাই আমাদের শহীদ প্রেসিডেন্ট……. নিজেকে নিয়োজিত করেছিলেন।” পোস্টের ক্যাপশনে লেখা, “ওসমান হাদি’র স্ত্রী- রংপুর থেকে বিএনপির মনোনীত প্রার্থী হতে চাচ্ছেন।” এছাড়া ভিডিওতে বরিশালের প্রতিধ্বনি, বরিশাল এসব হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।
ভিডিওর সত্যতা যাচাইয়ে কিফ্রেম ধরে সার্চ করলে, “বায়ান্নর আলো” নামের রংপুর ভিত্তিক একটি অনলাইন সংবাদমাধ্যমে ২০২৫ সালের ২ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। শিরোনামে লেখা, “খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুর জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত।” ২ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওটির ১ মিনিট ৩৩ সেকেন্ড থেকে ২ মিনিট ১০ সেকেন্ড অংশের সাথে ছড়িয়ে পড়া ভিডিওর ৪৮ সেকেন্ড থেকে ১ সিনিট ২৫ সেকেন্ড অংশের হুবহু মিল পাওয়া যায়।
আরও বিস্তারিত জানতে বিভিন্ন প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে বায়ান্নর আলো এবং আরসিটিভির ইউটিউব চ্যানেলে চলতি বছরের ২ ডিসেম্বর প্রকাশিত একই নারীর ভিডিও পাওয়া যায়। বায়ান্ন আলোর প্রতিবেদন থেকে জানা যায়, তিনি বিএনপির রংপুর জেলার সাবেক সদস্যসচিব প্রয়াত আনিছুর রহমান লাকুর স্ত্রী রেজওয়ানা ইসলাম লুনা। গত ২ ডিসেম্বর খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুর জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি খালেদা জিয়ার প্রশংসা করে বক্তব্য রাখেন।

অর্থাৎ, রংপুরে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে রাজনীতিতে আসতে চান ইনকিলাব মঞ্চের সদ্য প্রয়াত মুখপাত্র ওসমান হাদির স্ত্রী এমন দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি সঠিক নয়। ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে তিনি তিনি রংপুর জেলা বিএনপির সদস্যসচিব প্রয়াত আনিছুর রহমান লাকুর স্ত্রী রেজওয়ানা ইসলাম লুনা।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ওসমান হাদির স্ত্রীর নাম রাবেয়া।