তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব
ওসমান হাদির হামলাকারী আটকের দাবিতে ছড়াচ্ছে ছাত্রলীগ নেতা আটকের পুরোনো ভিডিও

ওসমান হাদির হামলাকারী আটকের দাবিতে ছড়াচ্ছে ছাত্রলীগ নেতা আটকের পুরোনো ভিডিও

তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব

ওসমান হাদির উপরে হামলাকারীদের মধ্যে একজনকে ধরা হয়েছে— এ দাবিতে একাধিক সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি গত ২৪ সেপ্টেম্বরের। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে অস্ত্রসহ ফার্মগেট এলাকা থেকে আটকের পুরোনো ভিডিও এটি।

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “সুখবর! সুখবর! সুখবর! অবশেষে ওসমান হাদির উপরে হামলাকারীদের মধ্যে একজনকে ধরা হয়েছে। দর্শক ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হলো সেই হাদির ওপরে হামলাকারীদের একজন।” এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি এক লাখ ১৭ হাজারের বেশি বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে ১৩০০ বারের বেশি।

পোস্টে একজন মন্তব্য করেছেন, “কোন্ দলের লোক তাই বলেন সুখবর বলেন শুধু।।” আরেকজন লিখেছেন, “এইগুলাকে যে জায়গায় ধরা যাবে ওই জায়গায় শুট করে দেওয়া লাগবে আপনি না যে জায়গায় ধরা যাবে ঐ জায়গায় শুট করে দেওয়া লাগবো।” 

একই দাবিতে একই ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যম ইউটিউবেও। ইউটিউবের এই ভিডিওটি ৬ লাখের বেশিবার দেখা হয়েছে। 

কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে এ ঘটনা নিয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (,,,,) খুঁজে পায় ডিসমিসল্যাব। এছাড়া সংবাদ টিভি নামের একটি গণমাধ্যমের ফেসবুক পেজে হুবহু ভিডিওটি পাওয়া যায়।আরটিভিবাংলাভিশন তাদের প্রতিবেদনের ক্যাপশনে লিখেছে, “ফার্মগেট থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক।”

প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ভিডিওটি ২০২৫ এর ২৪ সেপ্টেম্বরের (বুধবার)। ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টার পর পুলিশ অভিযান চালিয়ে ২৪৪ জনকে আটক করে। এ সময় চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্রসহ পালানোর সময় ছিনতাইকারী সন্দেহে সাগরকে আটক করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ২৫ সেপ্টেম্বর একই ভিডিও শেয়ার করে এক পোস্টে লিখা হয়েছে, “গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন লড়াইয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে রাজপথে লড়তে গিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর জামাত-বিএনপির মবের শিকার হয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়।”

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর শুক্রবার  ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীওসমান হাদীকে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এখনো তিনি আশঙ্কামুক্ত নন বলেও জানা যায় সংবাদ প্রতিবেদনে। এই ঘটনায় এখন পর্যন্ত৩ জন গ্রেপ্তার হয়েছে বলে জানা যায় গণমাধ্যমের প্রতিবেদন থেকে।

আরো কিছু লেখা