তাসনিম তাবাস্সুম মুনমুন

ওসমান হাদি চোখ খুলে তাকিয়েছেন দাবিতে ছড়াচ্ছে এআই-সৃষ্ট ছবি
তাসনিম তাবাস্সুম মুনমুন
চোখ খুলে তাকিয়েছেন ওসমান হাদি— এই দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবির পোস্ট করে দাবি করা হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি চোখ খুলে তাকিয়েছেন। একটি পোস্টের ক্যাপশনে লিখা, “চোখ খুলে তাকিয়েছে আমাদের হাদী ভাই আলহামদুলিল্লাহ। সিংগাপুর জেনারেল হাসপাতালে ভাইয়ের ইমার্জেন্সি এডমিশন সম্পন্ন হয়েছে ৮টা ৩০ নাগাদ। আল্লাহ চাইলে খুব দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ।” (বানান অপরিবর্তিত)। পোস্টটি শতাধিক বার শেয়ার হয়েছে। একই দাবিতে আরেকটি পোস্টে লেখা হয়েছে, “মহান বিজয় দিবসের খুশির খবর – চোখ খুলে তাকিয়েছেন আমাদের হাদী ভাই !”

একাধিক ফেসবুক আইডি (১, ২) থেকেও একই ছবি ছড়িয়ে পড়েছে। তাছাড়া গণমাধ্যম সংবাদ তাদের প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে।

সত্যতা যাচাইয়ে বিশ্লেষণ করতে গেলে দেখা যায়, ছবির নিচে ডান পাশে গুগলের জেমিনি এআইয়ের একটি লোগো রয়েছে। গুগল অ্যাসিস্ট্যান্ট জেমিনির “ন্যানো বানানা” নামের একটি মডেল ব্যবহার করে ছবি সম্পাদনা করলে সম্পাদিত ছবিতে এরকম লোগো থাকে। একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ টুল এআইঅরনট ও ডিপফেক-ও-মিটার দিয়ে যাচাই করেও দেখা যায় ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল।

কিওয়ার্ড ও কিফ্রেম সার্চে ওসমান হাদির স্বাস্থ্য সংক্রান্ত এ ধরণের কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে বা সংবাদ প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়নি। ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়ে বলেছে, “স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড-যেকোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা।”
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করা হয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
অর্থাৎ, ওসমান হাদি চোখ খুলে তাকিয়েছেন দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি বাস্তব নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনা তাকে কেন্দ্র করে ইতোপূর্বে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন (১, ২) প্রকাশ করেছে ডিসমিসল্যাব।