তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব
Fact-check: Edited image falsely shows Venezuelan President Nicolás Maduro arrested.

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বলে ছড়াচ্ছে ভিক্টর মেদভেদচুককে গ্রেপ্তারের সম্পাদিত ছবি

তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘোষণার পর সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, গ্রেপ্তারের পর মাদুরোর ছবি এটি। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ছবিটি সম্পাদিত। মূল ছবিটি ইউক্রেনের ক্রেমলিন-পন্থী রাজনীতিবিদ ভিক্টর মেদভেদচুকের। 

গত ৩ জানুয়ারি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করেছে। এ ঘটনায় সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়ে (, , )। ছবিতে দেখা যায়, সামরিক পোশাক পরিহিত মাদুরোকে হ্যান্ডকাফ পরিয়ে বসিয়ে রাখা হয়েছে একটি চেয়ারে। 

রিভার্স ইমেজ সার্চ করলে ২০২২ সালের ১৩ এপ্রিল একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে (, , ) একই রকম ছবি খুঁজে পায় ডিসমিসল্যাব। তবে ছবির ব্যক্তির চেহারা ভিন্ন। প্রতিবেদন থেকে জানা যায়, ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি ভিক্টর মেদভেদচুক। ইউক্রেনীয় কর্তৃপক্ষ ১২ এপ্রিল ঘোষণা করে, তারা ৬৭ বছর বয়সী এই রাজনীতিবিদকে গ্রেপ্তার করেছে। ছবির ব্যক্তির পোশাক, জুতা, চেয়ার, পেছনের দেয়াল ও রং, দেয়াল ও মেঝেতে থাকা বৈদ্যুতিক তার- সবই মিলে যায় ছড়ানো ছবির সঙ্গে।

একই ছবি ব্যবহার করে একাধিক ইউক্রেনীয় সংবাদমাধ্যমও (, ) একই তথ্য দেয়। দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, “১২ এপ্রিল ইউক্রেনের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে হাই-প্রোফাইল ক্রেমলিন-পন্থী রাজনীতিবিদ ভিক্টর মেদভেদচুককে গ্রেপ্তার করেছে, যিনি ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর গৃহবন্দী দশা থেকে পালিয়ে গিয়েছিলেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হাতে বন্দী থাকা ইউক্রেনীয়দের বিনিময়ে মেদভেদচুককে হস্তান্তরের প্রস্তাব দিয়েছেন।” 

রাশিয়ান সংবাদ সংস্থা ইন্টারফেক্স এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম চ্যানেলে ইউক্রেনীয় রাজনৈতিক দল ‘অপজিশন প্ল্যাটফর্ম — ফর লাইফ’-এর সাবেক কো-চেয়ারম্যান ভিক্টর মেদভেদচুকের একটি ছবি প্রকাশিত হয়। ছবিতে তাঁকে সামরিক পোশাক পরা এবং হাতকড়া পরা অবস্থায় দেখা যায়। ভলোদিমির জেলেনস্কির অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে ১৩ এপ্রিল রাত ১২টা ৮ মিনিটে (বাংলাদেশ সময়) প্রকাশিত সেই ছবি পাওয়া যায়। ছবির ক্যাপশনে বলা হয়েছে: “এসবিইউ (ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা)-এর সহায়তায় বিশেষ অভিযান সম্পন্ন হয়েছে।” একই পোস্ট দেখা যায় তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলেও। 

পর্যবেক্ষণে দেখা যায়, ছবির ব্যক্তি যে সামরিক পোশাক পরে আছেন তা ইউক্রেনের সেনাবাহিনীর, ভেনেজুয়েলা বা যুক্তরাষ্ট্রের নয়। ছবিতে পোশাকের বাম হাতে ইউক্রেনের পতাকাও দেখা যায়। ইউক্রেনীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, আটককৃত মেদভেদচুক ইউক্রেনীয় সামরিক পোশাক পরে ছদ্মবেশে ছিলেন। তাছাড়া ছবিতে নিকোলাস মাদুরোর চেহারার সঙ্গে হাতের রং-এর অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। ছবিটি নিয়ে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান লিড স্টোরিজ

অর্থাৎ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি বলে ছড়ানো হলেও মূল ছবিটি ভিক্টর মেদভেদচুকের। ইউক্রেনীয় ক্রেমলিন-পন্থী রাজনীতিবিদকে গ্রেপ্তারের ছবি সম্পাদনা তৈরি করা হয়েছে ছড়ানো ছবিটি।

প্রসঙ্গত, গতকাল শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট ডেল্টা ফোর্স। সেই সাথে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরো কিছু লেখা