সুদেষ্ণা মহাজন অর্পা

দিল্লিতে শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর ম্যুরাল উদ্বোধনের দাবি, অথচ নরেন্দ্র মোদিই নেই ভারতে
সুদেষ্ণা মহাজন অর্পা
বিজয় দিবস উপলক্ষে দিল্লিতে শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর ম্যুরাল উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমন দাবিতে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভারতীয় সংবাদমাধ্যম বা সরকারি সূত্রে বিজয় দিবসে এমন কোনো ম্যুরাল উদ্বোধনের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ৪ দিনের বিদেশ সফরে গত ১৫ ডিসেম্বর সকালে মোদি দেশত্যাগ করেন। এছাড়া, এআই ছবি যাচাইয়ের টুলস অনুযায়ী ছড়ানো ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
ফেসবুকের একটি পেজ থেকে আজ (১৭ ডিসেম্বর) একটি ছবি পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে লেখা, “ভারতের দিল্লী’তে ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের শেখ মুজিবুর রহমান দুজনের একটি মোরাল বানানো হয়, গতকাল বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সেটা উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।” এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত পোস্টটি দেড় হাজার বারের বেশি শেয়ার করা হয়েছে এবং পোস্টে ৪৫ হাজারের বেশি প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (১, ২, ৩, ৪, ৫), গ্রুপ (১, ২, ৩, ৪) এবং পেজ (১, ২) থেকে একই দাবিতে ছবিটি শেয়ার করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর ছবি সম্বলিত বিশাল দেয়ালচিত্র উদ্বোধন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির হাতে কাঁচির মত কোনো একটি বস্তু রয়েছে। দেয়ালচিত্রের নিচে ইংরেজি ও হিন্দি ভাষায় লেখা দেখা গেছে। ইংরেজিতে , “INDIRA GANDHI & SHEIKH MUJIBUR RAHMAN : A LEGACY OF FRI” (বানান অপরিবর্তিত) এবং হিন্দিতে লেখা, “इंदिरा गांधी & शीख मुहमर रहमान” (বানান অপরিবর্তিত) যার বাংলা অর্থ “ইন্দিরা গান্ধী এবং শীখ মুহামার রহমান”।
ছবিটির উৎস যাচাই করতে গিয়ে বেশ কিছু অসঙ্গতি ডিসমিসল্যাবের সামনে আসে। প্রথমত, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে শেখ মুজিব ও ইন্দিরা গান্ধীর ম্যুরাল উদ্বোধন করেছেন- এমন কোনো তথ্য ভারতীয় কোনো গণমাধ্যম বা সরকারি সূত্রে পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ফাস্টপোস্টের প্রতিবেদন অনু্যায়ী, ১৫ ডিসেম্বর সোমবার সকালে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে রওনা দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে পৌঁছান। চারদিনের সফরে তিনি জর্ডান, ইথিওপিয়া এবং ওমান ভ্রমণ করবেন। অর্থাৎ, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিন নরেন্দ্র মোদি ভারতেই ছিলেন না। তাই সশরীরে দিল্লিতে মোদির এই ম্যুরাল উদ্বোধনের কোনো সম্ভাবনা নেই।
অন্যদিকে, শেখ মুজিব ও ইন্দিরা গান্ধীর ম্যুরালের নিচের লেখাটিতেও অসামঞ্জস্যতা লক্ষ্য করা গেছে। নিচের হিন্দি লেখা হরফগুলো “গুগল ট্রান্সলেট‘এর সাহায্যে যাচাই করতে গেলে সেখানে “ইন্দিরা গান্ধী এবং শীখ মুহামার রহমান” লেখা শনাক্ত করা হয়। অর্থাৎ শেখ মুজিবুর রহমানের নামের বানান ভুল।
আরও বিস্তারিত যাচাইয়ে, কনটেন্ট শনাক্তকরণ টুল “ডিপফেক-ও-মিটার”ও “হাইভ মডারেশন” দিয়ে যাচাই করা হয়। দেখা গেছে, ডিপফেক-ও-মিটারে ছবিটি এআই নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় ৯৪ শতাংশ। অন্যদিকে হাইভ মডারেশন বলছে ছবিটি প্রায় ৯৯.৯ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

অর্থাৎ, বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে শেখ মুজিবর ও ইন্দিরা গান্ধীর ম্যুরাল উদ্বোধন করেছেন এমন তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। এবং ছবিটি এআই দিয়ে বানানোর সম্ভাবনা প্রবল।