সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
নভেম্বর ২৫, ২০২৫
১৪:২৯:৪৪
চীনা পরিচয়ে বিয়ে করতে গিয়ে আদিবাসী যুবকের ধরা পড়ার দাবিতে ছড়াচ্ছে এক মডেলের ছবি

চীনা পরিচয়ে বিয়ে করতে গিয়ে আদিবাসী যুবকের ধরা পড়ার দাবিতে ছড়াচ্ছে এক মডেলের ছবি

নভেম্বর ২৫, ২০২৫
১৪:২৯:৪৪

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

কিশোরগঞ্জে চীনা পরিচয়ে প্রেমের পর, বিয়ে করতে এসে ধরা পড়ল এক উপজাতি যুবক– এমন দাবিতে এক ব্যক্তির ছবিসহ একটি পোস্ট সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছড়িয়ে পড়া ছবিটি আজ থেকে চার বছর আগে ‘পেক্সেলস’ নামের ছবি বেচাকেনার প্লাটফর্মে আপলোড করা এক মডেলের ছবি।

সামাজিক মাধ্যম ফেসবুকে ২৪ নভেম্বর একটি পেজ থেকে এক ব্যক্তির দু’টি ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “কিশোরগঞ্জে চাইনিজ পরিচয় দিয়ে ৩ মাস প্রেম করে বিয়ে করতে গিয়ে ধরা খেলো একজন। জিজ্ঞাসাবাদে জানা যায়, উনি একজন উপজাতি 😅 চাইনিজ নাম দিয়েছিলো উ মিং পিং কিন্তু আসোল নাম রামেল 👉।” এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত পোস্টটি ৮০০ বারের বেশি শেয়ার করা হয়েছে এবং পোস্টে প্রায় ৮০ হাজারের বেশি প্রতিক্রিয়া জানানো হয়েছে। পোস্টটিতে প্রায় ২ হাজার মন্তব্যও লক্ষ্য করা গেছে।

পোস্টে বিভিন্ন ব্যবহারকারীকে জাতিগত বিদ্বেষমূলক এবং স্টেরিওটাইপ (কোনো বিশেষ গোষ্ঠীর মানুষের {যেমন: জাতি, ধর্ম, লিঙ্গ ইত্যাদি} আচরণ ও বৈশিষ্ট্য সম্পর্কে বহুপ্রচলিত অতিসরলীকৃত ও স্থায়ী ধারণা, যা অনেক ক্ষেত্রে ভুল বা নেতিবাচক, এমন কিছু বলে অপমান করা) মন্তব্য করতে দেখা যায়।

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল, পেজ এবং গ্রুপ থেকে ( ,,,,,,,,, ১০ ) একই দাবিতে ছবিটি পোস্ট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে ছাই রঙের টিশার্ট পরা এক যুবকের মুখ। তার পেছনের দৃশ্যপট সম্পূর্ণ সবুজ। ছবির ভেতরে নিচে লেখা, “কিশোরগঞ্জে চাইনিজ পরিচয় দিয়ে বিয়ে করার চেষ্টা,ধরা পরার পর বলে আমি উপজাতি😅।’’ 

ছবিটির সূত্র যাচাইয়ে কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে ২০২১ সালে বিনামূল্যে ছবি ও ভিডিও সরবরাহকারী প্লাটফর্ম “পেক্সেলস“-এ প্রকাশিত এক ব্যক্তির ছবি। পেক্সেলস (Pexels) ওয়েবসাইটটি ব্যবহারকারীদের উচ্চ-মানের স্টক ছবি এবং ভিডিও বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দেয়। পেক্সেলসের ছবিটির সঙ্গে ছড়িয়ে পড়া পোস্টের ছবির হুবহু মিল রয়েছে।

ছবিগুলোর ব্যাপারে আরও বিস্তারিত জানতে পেক্সেলস-এ খোঁজ করলে ‘Shotpot‘ (শটপট) নামে একটি আইডি পাওয়া যায়। সেই আইডিতে  ২০২১ সালের ২৯ এপ্রিল আপলোড হওয়া ওই ব্যক্তির একাধিক ফটোশুটের ছবি আছে। যা দেখে বোঝা যায় লোকটি একজন মডেল এবং পেক্সেলস-এর সেই অ্যাকাউন্টে  ওই ব্যক্তির একক ও পারিবারিক একাধিক আলোকচিত্র রয়েছে। “হ্যাশট্যাগ স্টপ এশিয়ান হেট” (#stopasianhate) লেখা বোর্ড নিয়েও ফটোশুট করেছেন তিনি। পেক্সেলস এর মোর ইনফোতে ক্লিক করে ছবির বিস্তারিত তথ্য দেখা যায়। এখানে দেখা যায় ছবিটি তোলা হয় ২০২১ সালের ৩১ মার্চে।

এছাড়া একটি ওয়েবসাইট ইউটিউব শর্টস ভিডিওতে চেহারার বিভিন্ন অংশের পরিচিতি প্রসঙ্গে সেই ব্যক্তির ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা একই ছবি ব্যবহার করা হয়। অর্থাৎ, আদিবাসী যুবক দাবিতে যে ছবিটি ছড়ানো সেটি একজন মডেলের ছবি। এর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।

অন্যদিকে কিশোরগঞ্জে চীনা সেজে বিয়ে করতে এসে “উপজাতি” যুবক ধরা পরার কোনো সংবাদ প্রতিবেদন ডিসমিসল্যাব পায়নি।প্রসঙ্গত, বাংলা টিভিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়,  কিশোরগঞ্জের এক তরুণী অনলাইনে প্রেম করে চীনা যুবককে বিয়ে করেন। কিন্তু বিয়ের বছরখানেক পর, চীনে স্বামীর দ্বারা ভয়াবহ নির্যাতনের শিকার দাবি করে সেই তরুণী একটি ভিডিও পোস্ট করেন। তবে সেই ভিডিওতে দেখানো সেই স্বামীর ছবির সাথে আদিবাসী যুবক বলে প্রচার করা ছবির কোনো মিল নেই।

আরো কিছু লেখা