
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের ইসলামী আন্দোলনে যোগদানের গুঞ্জন উঠেছে- এমন বার্তা দিয়ে একাত্তর টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড একাত্তর টিভি প্রকাশ করেনি।
ফেসবুকে একটি পেজ থেকে গত ১৮ জানুয়ারি একটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “চরমোনাইতে আসতে পারেন জামায়াতের শফিকুল মাসুদ৷ ইতিমধ্যে অনেক নেতাই শরীয়া প্রশ্নে আপোষ না করে চলে এসেছেন যদিও সামনে নির্বাচন রেখে তা এখন প্রচার করা হচ্ছে না!” পোস্টে একটি ফটোকার্ডও ছিল। ফটোকার্ডের ছবিতে ড. শফিকুল ইসলাম মাসুদের ছবি ও পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো দেখা যায়। ফটোকার্ডের শিরোনাম, “ড. শফিকুল ইসলাম মাসউদ জামায়াত ছেড়ে ইসলামী আন্দোলনে যোগদানের গুঞ্জন” (বানান অপরিবর্তিত)।

ফটোকার্ডের মাঝামাঝি একাত্তর টিভির লোগো দেওয়া। বামপাশে তারিখ হিসেবে, “১৮ জানুয়ারি, ২০২৬” উল্লেখ করা। কার্ডের নিচে একাত্তর টিভির লোগো, ওয়েবসাইটের ঠিকানা, এক্স অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেলের লিংক এবং ফেসবুক পেজ দেওয়া আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটিতে ৭৬ হাজারেরও বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টটি ৮১০ বার শেয়ার করা হয়েছে, ব্যবহারকারীদের মন্তব্য রয়েছে ১০ হাজারেরও বেশি।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই দাবিতে ফটোকার্ডটি শেয়ার করা হয়।
ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে একাত্তর টিভি এর অফিশিয়াল ফেসবুক পেজের ১৮ জানুয়ারির ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংবাদমাধ্যমটির সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। একাত্তর টিভির অনলাইন সম্পাদক ও হেড অব আউটপুট আরিফ রহমান শিবলী ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদন তারা প্রকাশ করেনি।
অর্থাৎ, একাত্তর টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের জামায়াত ইসলামী ছেড়ে ইসলামী আন্দোলনে যোগদানের গুঞ্জনের দাবিতে কোনো ফটোকার্ড একাত্তর টিভি প্রকাশ করেনি।