তাসনিম তাবাস্সুম মুনমুন

শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী দাবিতে ছড়াচ্ছে মাহাথির মোহাম্মদের এআই ভিডিও
তাসনিম তাবাস্সুম মুনমুন
শেখ হাসিনাই এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী— মাহাথির মোহাম্মদের এমন বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায় ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।
মাহাথির মোহাম্মদের এক ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নামের ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়া এই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “শেখ হাসিনাই এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি পদত্যাগ করেননি। ড. ইউনূসের যদি ক্ষমতার লোভ থাকে, তবে নির্বাচন জিতে ক্ষমতায় আসতে বলুন।” পোস্টের ক্যাপশনেও একই দাবিতে লেখা হয়— “বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন ও শেখ হাসিনা”।

একজন মন্তব্য করেছেন, “ঠিকই বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশর সাংবিধানিক বৈধ প্রধানমন্ত্রী।” আরেকজন লিখেছেন, “সত্য কথা বলিয়াছে তাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ”। পোস্টটি এ পর্যন্ত এক লাখের বেশি বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে এক হাজারেরও বেশি বার।
ভিডিওটির কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে একাধিক সূত্রে একই ছবি পাওয়া যায়। মাহাথির বিন মোহাম্মদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এক পোস্টে ছবিটি পাওয়া যায়।

গত ৭ই আগস্টের এই পোস্ট থেকে জানা যায়, “গতকাল ড. মাহাথির মোহাম্মদ কিউসু বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। জ্ঞান ও সংস্কৃতির ক্ষমতায়নে অবদান এবং কিউসু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. তাতসুরো ইশিবাশি তাকে এই সম্মাননা প্রদান করেন। জাপান ফিউচার লিডারস স্কুলসহ বেশ কিছু প্রতিষ্ঠানের আমন্ত্রণে বার্ষিক বক্তৃতা প্রদানের জন্য ফুকুওকায় তাঁর তিন দিনের সফরের অংশ হিসেবে এই ডিগ্রি প্রদান করা হয়।”
কিউসু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্যমতে, ২০২৫ সালের ৬ আগস্ট মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদের একটি বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়। কিউসু বিশ্ববিদ্যালয় থেকে ড. মাহাথিরকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের স্মারক হিসেবে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। ১০০তম জন্মদিনের কাছাকাছি পৌঁছানো ড. মাহাথির তাঁর ভাষণে দীর্ঘ জীবনের অর্জিত অভিজ্ঞতা ও প্রজ্ঞা তুলে ধরেন। তিনি বিশ্বশান্তির গুরুত্বের ওপর বিশেষ জোর দেন এবং তরুণ প্রজন্মকে শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করতে উৎসাহিত করেন।

মাহাথির মোহাম্মদের বক্তৃতা ও প্রশ্ন-উত্তর সেশনের ভিডিও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে। ভিডিওতে মাহাথির মোহাম্মদকে শেখ হাসিনা বা ড. ইউনুস প্রসঙ্গে এরকম কিছু বলতে শোনা যায়নি। যাচাইয়ে দেখা যায়, মাহাথির মোহাম্মদের প্রকৃত কণ্ঠস্বর ও বাচনভঙ্গির সঙ্গে যাচাই করা ভিডিওতে শোনা কণ্ঠের কোনো মিল নেই। তাছাড়া কোনো গণমাধ্যমেই শেখ হাসিনা কিংবা ড. ইউনুস প্রসঙ্গে তাঁর এ ধরনের কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।
অধিকতর যাচাইয়ে, কনটেন্ট শনাক্তকরণ টুল ডিপফেক-ও-মিটার ও হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা গেছে ভিডিওটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ। হাইভ মডারেশন ভিডিওটির অডিওকে ৯৯ শতাংশ এআই দিয়ে তৈরি বলে জানিয়েছে।

অর্থাৎ, ভিডিওটি বাস্তব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মাহাথির মোহাম্মদের পুরোনো ছবি ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে। ছবিটি ২০২৫ এর ৬ আগস্ট জাপানের কিউসু বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ লেকচারের সময়কার।
প্রসঙ্গত, এআই টুল ব্যবহার করে তৈরি ভিডিও মিথ্যা দাবিতে প্রায়ই বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়াতে দেখা যায়। ডিসমিসল্যাব এর আগে এআই দিয়ে তৈরি ভিডিওর ওপর একাধিক ফ্যাক্টচেক রিপোর্ট প্রকাশ করেছে।