ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক: হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার দোয়া চাওয়ার ভিডিওটি এআই নির্মিত

ফ্যাক্টচেক: হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার দোয়া চাওয়ার ভিডিওটি এআই নির্মিত

ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

হাসপাতালের বেডে শুয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন- এমন দৃশ্যের একটি ভিডিও ছড়িয়েছে ইউটিউবে। ভিডিওতে হাসপাতালের পোশাক পরিহিত বেগম খালেদা জিয়াকে কথা বলতে দেখা যাচ্ছে। তাকে লন্ডন নেওয়ার প্রসঙ্গে কথা বলতে এবং দেশবাসীর কাছে দোয়া চাইতে দেখা যায়। নির্বাচন সম্পর্কে বার্তা দিতেও দেখা যায়। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।

আজ ০৭ ডিসেম্বর ইউটিউবে “নজরবন্দী short” নামের একটি চ্যানেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের শিরোনামে লেখা, “হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার আবেগময় বক্তব্য | দেশবাসীর কাছে দোয়া চাইলেন।” প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে তিন লাখেরও বেশিবার, পাঁচ হাজার ২০০টি প্রতিক্রিয়া ছিল।

ভিডিওতে খালেদা জিয়াকে বলতে শোনা যায়, “প্রিয় দেশবাসী, আমাকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানোর কথা ছিল, কিন্তু ওরা আমাকে লন্ডন পাঠায়নি। আমার অবস্থা বেশি একটা ভালো না। আমি আর আপনাদের কাছে ফিরে আসতে পারব কিনা জানি না। তবে আমি পুরো দেশের মানুষকে একটা কথায় বলব, আগামী নির্বাচনে আমি না থাকলে, আপনারা বুঝেশুনে ভোট দিবেন। কোনো চাঁদাবাজকে ভোট দিবেন না, তা সে যেই হোক। একজন সৎ সাহসী ভালো মানুষকে সরকারে বসাবেন। আর আমার জন্য সবাই মন খুলে আল্লাহর কাছে দোয়া করবেন। আর আমার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।”

বিশ্লেষণ করতে গেলে ভিডিওর ডানপাশে নিচে গুগলের এআই ভিডিও জেনারেশন মডেল ‘ভিও’-এর লোগো দেখা যায়। তাছাড়া বেগম খালেদা জিয়ার চেহারার সাথে ভিডিওর ব্যক্তির চেহারার অমিলও লক্ষ্য করা যায়। বাচনভঙ্গিও সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে মেলে না।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল “ডিপফেক-ও-মিটার” এর সর্বশেষ মডেল  এভিএসআরডিডি (২০২৫) টুল ব্যবহার করে জানা গেছে, এই ভিডিওটির এআই দিয়ে তৈরির ৯৯.৯৯ শতাংশ পর্যন্ত সম্ভাবনা আছে। এ থেকে বোঝা যায় ইউটিউবের ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরির সম্ভাবনা অনেক বেশি। এছাড়া একাধিক সংবাদ মাধ্যম (, ) থেকে জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনা রেখেই চিকিৎসার জন্য উনার লন্ডন অভিমুখে যাত্রা বিলম্বিত হচ্ছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর দিবাগত রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসারত আছেন বেগম খালেদা জিয়া। গণমাধ্যম দ্য ডেইলি স্টারের ৬ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রসঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ সংবাদমাধ্যমকে জানান, “খালেদা জিয়ার শারীরিক অবস্থাই বলে দেবে যে কখন তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে। এখন আমাদের মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে।” 

অর্থাৎ, হাসপাতালে অসুস্থ খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়ে যে বক্তব্য দিয়েছেন, সেই ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।

আরো কিছু লেখা