সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
Fact-check debunking a fake Jamuna TV photocard that falsely claims BNP will not participate in Bangladesh’s 13th parliamentary election without Awami League participation.

আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি– দাবিতে যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দাবিতে যমুনা টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড যমুনা টিভি প্রকাশ করেনি।

ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ২৯ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। যমুনা টিভির অনুকরণে সৃষ্ট সেই ফটোকার্ডের ভেতরে তারেক রহমানের ছবি সংযুক্ত করে লেখা “আওয়ামীলীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ নিবে না বিএনপি।” কার্ডের নিচে যমুনা টিভির লোগো, ওয়েবসাইটের ঠিকানা, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। ফেসবুকের একটি পেজ এবং একাধিক গ্রুপ (, ) থেকেও একই দাবিতে ফটোকার্ডটি পোস্ট করা হয়। পোস্টের বিবরণে পোস্টদাতা লিখেছেন, “আলহামদুলিল্লাহ।”

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজের  ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। তবে এই ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদন সংবাদমাধ্যমটির অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। 

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে, যমুনা টেলিভিশনের সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ জানিয়েছেন, প্রচারিত ফটোকার্ডটি যমুনা টিভির নয়।

অর্থাৎ, যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি সংক্রান্ত তারেক রহমানের কোন মন্তব্য নিয়ে যমুনা টিভি ফটোকার্ড প্রকাশ করেনি।

উল্লেখ্য, যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড নিয়ে আগেও ফ্যাক্টচেক প্রতিবেদন (, ) প্রকাশ করেছে ডিসমিসল্যাব।

আরো কিছু লেখা