নোশিন তাবাসসুম

আবরারুল হক আসিফকে জামায়াতের মনোনয়ন দেওয়ার দাবিতে যমুনা টিভির নামে ছড়াচ্ছে ভুয়া ফটোকার্ড
নোশিন তাবাসসুম
যুবকদের আকৃষ্ট করতে ইসলামিক স্কলার আবরারুল হক আসিফকে রাজশাহী-৩ আসন থেকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। এই দাবিতে যমুনা টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড যমুনা টিভি প্রকাশ করেনি।
ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে “বাংলাদেশ জামায়াতে ইসলামী ❤️” নামের একটি গ্রুপে ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীর বর্তমান আমীর ডা. শফিকুর রহমান এবং ইসলামি বক্তা আবরারুল হক আসিফের ছবি সম্বলিত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। যমুনা টিভির নাম লেখা সেই ফটোকার্ডের ভেতরে লেখা “যুবকদের আকৃষ্ট করতে জনপ্রিয় ইসলামিক স্কলার আবরারুল হক আসিফকে রাজশাহী-৩ আসন থেকে মনোনয়ন দিলো জামায়াত।”

পোস্টের ক্যাপশনে লেখা, “আলহামদুলিল্লাহ্, সুম্মা আলহামদুলিল্লাহ্— আসিফ হুজুরের মতো স্মার্ট মানুষ সংসদে যাবে।” ফেসবুকের আরেকটি ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই দাবিতে ফটোকার্ডটি পোস্ট করা হয়। কার্ডের নিচে বাম দিকে যমুনা টিভির লোগো দেওয়া। এছাড়া কার্ডের নিচে ডানপাশে “১২ ডিসেম্বর ২০২৫” এবং যমুনা টিভির ওয়েবসাইটের তথ্য দেওয়া।
ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে যমুনা টেলিভিশনের ভেরিফায়েড ফেসবুক পেজের ১২ ডিসেম্বরের ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। তবে নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা খবর সংবাদমাধ্যমটির অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে, যমুনা টেলিভিশনের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ জানিয়েছেন, প্রচারিত ফটোকার্ডটি যমুনা টিভির নয়।
অধিকতর অনুসন্ধানে ডিসমিসল্যাব জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেখতে পায়, গত ৮ ডিসেম্বর জামায়াতের আমীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান এর সৌজন্য সাক্ষাৎ নিয়ে একটি পোস্ট করা হয়েছে।

এ বিষয়ে জামায়াতের পেজে যে ছবিটি প্রকাশ করা হয়েছে সেখানে ডা. শফিকুর রহমানের বসার ভঙ্গি, পাঞ্জাবির অবস্থান, কটির সাথে ছড়িয়ে পড়া ফটোকার্ডের দৃশ্যের মিল রয়েছে। এছাড়া তাদের পেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, সাধারণত এ ধরণের সৌজন্য সাক্ষাতে জামায়াতের আমীর এবং অতিথির মাঝখানে একটি টেবিল দেখা যায়, যা এই ফটোকার্ডে অনুপস্থিত। এ ধরণের একাধিক (১, ২, ৩, ৪, ৫) ছবি তাদের পেজ ও ওয়েবসাইটে পাওয়া যায়।
অর্থাৎ, যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি সম্পাদিত। এছাড়া ইসলামি বক্তা আবরারুল হক আসিফকে জামায়াতে ইসলামী দল মনোনয়ন দিয়েছে এ ধরণের কোনো সংবাদ গণমাধ্যমে বা জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া যায়নি।