সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
A Jamuna TV logo photo card claiming Jamaat will keep all agreements with India if it comes to power; a false statement attributed to Jamaat Ameer Dr. Shafiqur Rahman, fact-check by Dismislab

জামায়াত ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সব চুক্তি বহাল রাখার ফটোকার্ডটি ভুয়া

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

জামায়াত ইসলামী ক্ষমতায় এলে আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে করা সব চুক্তি বহাল থাকবে – এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এই দাবিতে যমুনা টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ফটোকার্ডটি নকল। এমন কোনো ফটোকার্ড বা খবর যমুনা টিভি প্রকাশ করেনি।

ফেসবুকে দশের লাঠি নামের একটি পেজ থেকে গত ১২ জানুয়ারি ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। যমুনা টিভির আদলে তৈরি সেই ফটোকার্ডের ভেতরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের ছবি দেখা যায়। কার্ডের ভেতরে হলুদ ও সাদা হরফে লেখা “আমরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সময় ভারতের সাথে যত চুক্তি আছে সব বহাল থাকবে।” মন্তব্যটি যে তিনি করেছেন তা বোঝাতে নিচে “ডাঃ শফিকুর রহমান”, “জামায়াত আমির ডা. শফিকুর রহমান” লেখা।

কার্ডের নিচে যমুনা টিভির লোগো, ওয়েবসাইটের ঠিকানা, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত পোস্টটিতে দেড় হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে এবং কার্ডটি ৮৫০ বারের বেশি শেয়ার করা হয়েছে। ব্যবহারকারীরা পোস্টে সাড়ে পাঁচশর বেশি মন্তব্য করেছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “তাহলে ভারত বিরুদ্ধে অভিযোগ করেন কেন” আরেকজন লিখেছেন, “না ভোট দিবেন সবাই”

ফেসবুকের একটি পেজ এবং থ্রেডস -এ একই দাবিতে ফটোকার্ডটি প্রচার করা হয়। তবে সেখানে কার্ড থেকে যমুনা টিভির নাম ও লোগো সরিয়ে নেওয়া হয়েছে।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে যমুনা টেলিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজের  ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। তবে এই ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদন সংবাদমাধ্যমটির অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। গণমাধ্যমটির পেজে চলতি বছরের ১২ জানুয়ারি প্রকাশিত জামায়েত আমিরের মন্তব্যযুক্ত একটি ফটোকার্ড পাওয়া যায়। যার শিরোনামে লেখা,”বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তান ইনসাফের আচরণ করেনি”।

ফটোকার্ডের ব্যাপারে আরও বিস্তারিত জানতে, যমুনা টেলিভিশনের সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ জানিয়েছেন, প্রচারিত ফটোকার্ডটি যমুনা টিভির নয়।  এছাড়া, ফটোকার্ডে লেখা শিরোনামের শেষে সাধারণত দাড়ি হয় না এবং কারও উক্তির শেষে একই মন্তব্যকারীর নাম দুইবার ব্যবহার করা হয় না। প্রচারিত ফটোকার্ডের লেখার ফন্টও যমুনা টিভির ফটোকার্ডের সাথে মিলে না।

অর্থাৎ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জয়লাভ করলে, আওয়ামী লীগের ভারতের সাথে করা সব চুক্তি বহাল রাখার প্রসঙ্গে জামায়াতের আমিরের মন্তব্য করেছেন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

প্রসঙ্গত,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২০২৫ সালের ২২ অক্টোবর(স্থানীয় সময়) সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনে নিউইয়র্কে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন,‘আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। মানুষ নিজের জায়গা বদলাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই এবং একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও সম্মান প্রত্যাশা করি।’

আরো কিছু লেখা