মো. তৌহিদুল ইসলাম

নির্বাচন নিয়ে জামায়াত আমিরের বক্তব্য বিকৃত করে ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে প্রচার
মো. তৌহিদুল ইসলাম
“বাংলাদেশের নির্বাচনের সময় আমরা গণহত্যা চালাব”– বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এমন মন্তব্য করেছেন দাবিতে একটি পোস্ট সম্প্রতি সামাজিকমাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়ে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, জামায়াত আমিরের বক্তব্যটি বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। ডা. শফিকুর রহমান বলেছিলেন, “নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।”
গতকাল (২৪ নভেম্বর) সামাজিকমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির দৈর্ঘ্য ১৩ সেকেন্ড। পোস্টের ক্যাপশনে উদ্ধৃত করে লেখা হয়, ” ‘আমরা বাংলাদেশের নির্বাচনের সময় গণহত্যা চালাব!’- জামায়াতে ইসলামীর ভয়াবহ হুমকি।”
ক্যাপশনে আরও লেখা, “জামায়াত পাকিস্তানের আইএসআই থেকে অর্থ, অস্ত্র এবং বিস্ফোরক পাচ্ছে বলে জানা গেছে। যদি এই ধরনের চরমপন্থীরা প্রকাশ্যে একটি ইসলামী জাতিকে হুমকি দেয়, তাহলে হিন্দু-সংখ্যাগরিষ্ঠ ভারতের প্রতি তাদের মানসিকতা কল্পনা করুন।”
“সনাতন প্রভাত” নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়। অ্যাকাউন্টটির অ্যাবাউটে গিয়ে দেখা যায়, লোকেশন ট্যাগে ভারতকে উল্লেখ করা আছে। এছাড়া, অ্যাকাউন্টটি ভারতীয় অ্যাপ স্টোরের মাধ্যমে সংযুক্ত বলেও উল্লেখ করা আছে।
ঘটনার সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে সংবাদমাধ্যম এখন টেলিভিশনের একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, গত ২২ নভেম্বর চট্টগ্রাম নগরের প্যারেড গ্রাউন্ডে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দেন। একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের দিন গণভোট হলে, নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।”
এছাড়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বিডি নিউজ টোয়েন্টি ফোর মন্তব্যটি কেন্দ্র করে প্রতিবেদন প্রকাশ করেছে। সবগুলো প্রতিবেদনেই জেনোসাইড, নির্বাচন ও গণভোট নিয়ে বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমানের করা মন্তব্যটি প্রায় একইভাবে উল্লেখ করা হয়েছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনের লেখা হয়, “জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা হলে ‘নির্বাচনের জেনোসাইড’ হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।”
বিডি নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদনে লেখা হয় “এক সাংবাদিক জানতে চেয়েছিলেন নির্বাচনের দিন গণভোট হওয়ার বিষয়টি জামায়াতের আমির কীভাবে দেখছেন? জবাবে তিনি বলেন, ‘আমরা ভালোভাবে দেখছি না। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে, নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।’”
অর্থাৎ, ভারতীয় এক্স অ্যাকাউন্টে পোস্ট হওয়া ভিডিওর ক্যাপশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকর দাবিতে ছড়ানো হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা সাতটি রাজনৈতিক দল মিলে পাঁচ দফা দাবিতে একটি কর্মসূচি ঘোষণা করে। পাঁচ দফা দাবির একটি ছিল, “নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে।” অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাচনের আগের গণভোট আয়োজনের বিপক্ষে মত দিয়েছে।

