ফামীম আহমেদ

রিসার্চার, ডিসমিসল্যাব
২০১৭ সালের ভিডিও তুরস্কের ভূমিকম্পের বলে প্রচার
This article is more than 10 months old
তুরস্কের ভূমিকম্পের_ডিসমিসল্যাব_Dismislab_Factcheck

২০১৭ সালের ভিডিও তুরস্কের ভূমিকম্পের বলে প্রচার

ফামীম আহমেদ
রিসার্চার, ডিসমিসল্যাব

তুরস্ক ও সিরিয়াতে গত সোমবার আঘাত হানা ভূমিকম্পে হতাহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের বেসরকারি টিভি, চ্যানেল ২৪ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তাদের ইউটিউব চ্যানেলে ”তুরস্কের ভূমিকম্পের আভাস দিয়েছিল পাখি!” শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে

ভিডিওর বর্ণনায় #turkeyearthquake2023 হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।

১ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওটির প্রথম ৯ সেকেন্ডে দেখা যায় এক ঝাঁক পাখি আকাশে এলোমেলোভাবে উড়ছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভিডিওটি ৮৪ হাজার বার ভিউ হয়েছে। চ্যানেল ২৪-এর ভেরিফাইড ফেসবুক পেজেও ভিডিওটি পোস্ট করা হয়েছে যা, ৪ লাখের বেশি বার দেখা হয়েছে।

এছাড়া একই রকম শিরোনামে ভিডিওটি অন্যান্য ফেসবুক পেজইউটিউব চ্যানেলেও গতকাল থেকে পোস্ট করা হয়েছে।

তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, খবরটির প্রথম ৯ সেকেন্ড এবং ৫৫ থেকে ১ মিনিট ৩ সেকেন্ড পর্যন্ত যে ভিডিওটি দেখানো হয়েছে, সেটি তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের নয়। এটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে ২০১৭ সালে ভিন্ন আরেকটি ঘটনায় ধারণ করা হয়েছে।  

ভিডিওটির প্রথম ৯ সেকেন্ডের একাধিক ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পাওয়া যায় ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের একটি সংবাদ প্রতিবেদন। ২০১৭ সালের ২৫ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনটিতে এই ভিডিওটি যোগ করা হয়েছিল। ডেইলি মেইলের ইউটিউব চ্যানেলেও ভিডিওটি আপলোড করা হয়েছে ২০১৮ সালের ৮ মার্চ।

ডেইলি মেইলের প্রতিবেদনটিতে বলা হয়েছে, “হিউস্টনের একটি ফ্রিওয়েতে হাজার হাজার ব্ল্যাকবার্ড ভ্রমণকারীদের উপর নেমে আসার মুহূর্তটি একটি ভয়ঙ্কর ভিডিওতে দেখানো হয়েছে। অন্ধকার ধূসর আকাশে পাখিরা উড়ে যাওয়ার সময় একজন চালক ভয়ঙ্কর দৃশ্যটি ধারণ করেছিলেন।”

এছাড়াও এই ভিডিওটি তুরস্কের নয় জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারত-ভিত্তিক সংস্থা ফ্যাক্টলি। তাদের যাচাই প্রতিবেদনে এ সংক্রান্ত একটি ইনস্টাগ্রাম ভিডিও পাওয়া যায়।

এটি “জেয়েলডিজাইনল্যাব” নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল ২০১৭ সালের ২০ জানুয়ারি। পোস্টটি হিউস্টন, টেক্সাসে জিওট্যাগ করা আছে। পোস্টের বিবরণীতেও একই জায়গার নাম উল্লেখ আছে। 

এর আগেও, এই একই ভিডিও অনলাইনে ছড়িয়েছিল রাশিয়া-ইউক্রেন সংঘাতের সময় কিয়েভে ধারণ করা হয়েছে দাবি করে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদনও প্রকাশ করেছে। এপির প্রতিবেদনেও ভিডিওটি ২০১৭ সালে হিউস্টনে ধারণ করা বলে জানানো হয়েছে। ভিডিওটি হিউস্টনের ইন্টারস্টেট ৬১০ রাস্তায় ধারণ করা হয়েছে বলেও জানায় এপি।

আরো কিছু লেখা