আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্যটি গত বছরের

পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্যটি গত বছরের

আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে যে তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধের আগে বক্তব্য দিচ্ছেন। তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি পুরোনো। ২০২৪ সালের ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে তিনি এই বক্তব্য দিয়েছিলেন। এর সঙ্গে সম্প্রতি তৈরি হওয়া ভারত-পাকিস্তান উত্তেজনার কোনো সম্পর্ক নেই।

“হাফেজ সাহেবের বক্তব্যে মোদিসহ পুরো ভা’রত দিশেহারা,মাদ্রাসায় পড়েও সেনাবাহিনীর প্রধান হওয়া যায়!! ভা’রতের সাথে যু*দ্ধের আগে বক্তব্য রাখছেন পাকিস্তান সেনাপতি.. আলহামদুলিল্লাহ”– এমন বিবরণ যুক্ত করে একটি ভিডিও পোস্ট হতে দেখা গেছে ফেসবুকে (, , , , )। ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তান সেনাপ্রধান বক্তব্য দিচ্ছেন। সেখানে তাকে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল-কোরআন থেকে কিছু অংশ পাঠ করতে এবং তার অনুবাদ বলতে শোনা যায়।

ভিডিওটি যাচাই করতে গেলে ডিসমিসল্যাবের সামনে আসে পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া একটি ভিডিও। ২০২৪ সালের ১৪ আগস্টে প্রকাশিত এই ভিডিওটির শিরোনাম ছিল “পূর্ণাঙ্গ ভাষণ: কাকুলে ‘আজাদি প্যারেড ২০২৪’-এ ভাষণ দিলেন পাকিস্তান সেনাপ্রধান”। ২০ মিনিটের এই ভিডিওর ১০ মিনিট ২২ সেকেন্ড থেকে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে এই বক্তব্য দিতে দেখা যায়। এই ভিডিওর সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মিরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গুলি বিনিময় হয়েছে একাধিকবার।

আরো কিছু লেখা