ফামীম আহমেদ
এটি চীন-তাজিকিস্তান সীমান্তের নয়, ২ বছর আগে জাপানের ভূমিকম্পের ভিডিও
ফামীম আহমেদ
চীন ও তাজিকিস্তান সীমান্তে সংঘটিত ভূমিকম্পের দৃশ্য বলে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে।
গত ২৩ ফেব্রুয়ারি ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “আজ চীন-তাজিকিস্তান সিমান্ত এলাকায় ৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। এ যেন রাসুল ﷺ এর বলে যাওয়া কেয়ামতের আগের সিরিজ ভূমিকম্প শুরু হলো”।
একই ক্যাপশনে এই ভিডিও আরও বিভিন্ন ফেসবুক পেজ, ও ব্যক্তিগত প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি সত্যিকারভাবেই চীন-তাজিকিস্তান সীমান্তে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আলোচ্য ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।
তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি পুরনো এবং এটির সঙ্গে চীন-তাজিকিস্তান সীমান্তের ভূমিকম্পের কোনো সম্পর্ক নেই।
ফেসবুকে প্রচারিত ভিডিওটির উপরে ডানপাশে “LES INFOS DE TINO” নামে একটি জলছাপ রয়েছে।
“LES INFOS DE TINO” লিখে গুগল সার্চ করে একই নামের একটি টিকটক চ্যানেল পাওয়া যায় যার ইউজারনেইম @tino_sechet। সেখানে ভিডিওটি গত ২৩ ফেব্রুয়ারি পোস্ট করা হয়।
ভিডিওটির কী-ফ্রেম দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে একটি প্রতিবেদন পাওয়া যায়, যেখানে একই ভিডিও যুক্ত রয়েছে। ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত সেই প্রতিবেদন অনুযায়ী, পূর্ব জাপানের উপকূলে ৭.১ মাত্রার একটি ভূমিকম্পের ঘটনার দৃশ্য এটি।
এছাড়াও তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এবং ‘এ নিউজ’র অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি জাপানের ফুকুশিমা ভূমিকম্পের বলে জানানো হয়েছে।
নীচে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও এবং টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর তুলনামূলক স্ক্রিনশট দেয়া হলো:
অর্থাৎ, ভিডিওটি ২০২১ সালে জাপানের ফুকুশিমায় ঘটে যাওয়া ভূমিকম্পের, চীন ও তাজিকিস্তানের সাম্প্রতিক ভূমিকম্পের নয়।
জাপানের ফায়ার এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের বরাত দিয়ে জাপান টাইমস জানায়, ২০২১ সালের ফুকুশিমার ভূমিকম্পে ১ জন নিহত ও ১৮৫ জন আহত হয়েছে। ধ্বংস হয়েছে ৩১১২ বাড়ি।