নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
ইন্ডিয়ান দূতাবাসে হামলার দাবিতে ছড়াচ্ছে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ভিডিও

ইন্ডিয়ান দূতাবাসে হামলার দাবিতে ছড়াচ্ছে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ভিডিও

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

মধ্যরাতে ভারতীয় দূতাবাসে হামলা করেছে সন্ত্রাসীরা, এ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে। ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি গত ২৫ নভেম্বর ৪৭তম বিসিএসের চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ১৮ ডিসেম্বরে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “এই মুহূর্তে মধ্যে রাতে ইন্ডিয়ান দূতাবাসে হামলা করেছে সন্ত্রাসীরা,,হাসনাত আব্দুল্লার উস্কানি মূলক বক্তব্যের পরেই রাতে ইন্ডিয়ার দূতাবাসে হামলা! সামনে নির্বাচন বন্ধ করতেই পাকিস্তানের মদদে ভারতকে উস্কানি দিচ্ছে এই জঙ্গিরা। দেশের ১৮কোটি মানুষকে বিপদে ফেলে ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে পালাবে এই সুদখোর ইউনুছ!।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ২৪ হাজারের বেশিবার দেখা হয়েছে। ৪৮ সেকেন্ডের ভিডিওর মাঝখানে “বিডি লাইভ ডট কম ২৪” লেখা দেখা যায়। ভিডিওতে পুলিশকে বেশ কিছু ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায়। 

ফেসবুকের একাধিক (, , , , ) ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই দাবিতে ভিডিওটি পোস্ট করতে দেখা যায়। 

সত্যতা যাচাইয়ে কিফ্রেম ধরে সার্চ করলে, বিডি লাইভ ডট কম ২৪ -এর গত ২৫ নভেম্বরে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে লেখা, “বিসিএস শিক্ষার্থীদের দাওয়া দিতে গিয়ে পড়ে গেলেন পুলিশ।” এ ভিডিওর সাথে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে। এছাড়া ছড়িয়ে পড়া ভিডিওটি শাহবাগ এলাকার। অথচ ইন্ডিয়ান হাইকমিশন গুলশান এলাকায় অবস্থিত।

এ ঘটনা নিয়ে একাধিক (, , , ) সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। ২৫ নভেম্বর প্রথম আলোতে এ প্রসঙ্গে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ছিল, “আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কাল অবরোধ।”

প্রতিবেদনে বলা হয়, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে ২৫ নভেম্বর বিকেলে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৯ জন আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা দাবি করেন। একই দাবিতে তারা আগামীকাল অবরোধ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে মনে করছেন কিছু পরীক্ষার্থী। তাই তারা পরীক্ষা পিছিয়ে ‘যৌক্তিক সময়ে’ নেওয়ার দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন।

প্রতিবেদন অনুযায়ী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ-অবস্থানের পর তাদের কর্মসূচি দেশের কয়েকটি স্থানে ছড়িয়ে পড়ে। ২২ ও ২৩ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে টানা কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় ঢাকায় কর্মসূচি পালিত হয়। 

এছাড়া একাধিক (, , , ) সংবাদমাধ্যমের ভিডিও প্রতিবেদনে আন্দোলনকারীদের পুলিশের সঙ্গে শাহবাগ এলাকায় সংঘর্ষে জড়াতে দেখা যায়। 

অর্থাৎ, ছড়িয়ে পড়া ভিডিওটি গত ২৫ নভেম্বর চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার, যা ভুয়া দাবিতে ছড়ানো হচ্ছে। 

*প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর জুলাই গণহত্যায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফিরিয়ে দেওয়া ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘‘মার্চ টু হাইকমিশন” কর্মসূচি করে জুলাই ঐক্য সংগঠন। এছাড়া গত ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় শহিদ মিনারে বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে বলে ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আরো কিছু লেখা