সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
অক্টোবর ২৭, ২০২৫
১৭:০৯:৪৫
ভারতের রাস্তায় প্রকাশ্যে নারীকে কোপানোর ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার

ভারতের রাস্তায় প্রকাশ্যে নারীকে কোপানোর ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার

অক্টোবর ২৭, ২০২৫
১৭:০৯:৪৫

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

ব্যস্ত রাস্তায় একজন ব্যক্তি দিনদুপুরে প্রকাশ্যে এক নারীকে আঘাত করছে এমন একটি ভিডিও বাংলাদেশের দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ভারতের কর্ণাটক রাজ্যের বিজয়পুর জেলার একটি ঘটনা। ঝগড়ার জেরে চলতি মাসে বিজয়পুরে এক লোক তার স্ত্রীকে চাপাতি দিয়ে প্রকাশ্যে এভাবে কুপিয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি প্রোফাইল থেকে ৪৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখানে এক নারীকে প্রকাশ্যে একজন ব্যক্তি একটি লাঠি সদৃশ বস্তু দিয়ে এলোপাথাড়ি আঘাত করছে। প্রত্যক্ষদর্শীরা সাহায্য করতে চাইলেও ভয়ে কাছে গিয়ে আবার ফিরে আসছিলেন। ভিডিওর ক্যাপশনে ঘটনার বিবরণ দেওয়া, “২৪ এর স্বাধীন বাংলাদেশে আমার বোনদের নিরাপদ নেই 😭 ইউনুস এর শাসন আমল কেমন জনগণ দেখুন।” এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ভিডিওটি প্রায় ৪২ হাজার বারের বেশি দেখা হয়েছে এবং অন্তত ৪৮০ বার শেয়ার করা হয়েছে।

ভিডিওটির সূত্র যাচাইয়ে কি-ফ্রেম ধরে সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (, ,,,,)। এসব প্রতিবেদনের ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিও-এর দৃশ্যপট পুরোপুরি মিলে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, গত ২৪ অক্টোবর কর্ণাটকের বিজয়পুর জেলার সিন্দগি শহরে এক ব্যক্তি ঝগড়ার জেরে ধারালো চাপাতি দিয়ে তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। মূলত সেই ঘটনার দৃশ্য এটি।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২৪ অক্টোবর, শুক্রবার ইয়ামানাপ্পা মাদার (৬০) নামের এক ব্যক্তি তার স্ত্রী অনুসূয়া মাদার (৫০)কে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এক পর্যায়ে লোকটি ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে এক পথচারী তাকে আঘাত করেন। পরে দুজনকে উদ্ধার করে সিন্দগি তালুক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিশ জানায়, বর্তমানে দুজনের অবস্থা স্থিতিশীল।

অর্থাৎ,ভারতের কর্ণাটক রাজ্যের বিজয়পুর জেলার একটি ঘটনাকে বাংলাদেশের দাবিতে প্রচার করে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।

তবে, এমন গুজব ছড়ানোর ঘটনা নতুন নয়। অতীতেও বাংলাদেশের দাবিতে ছড়িয়ে পড়া ভারতের একাধিক ঘটনা ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকিং প্রতিবেদনে উঠে এসেছে। চলতি বছরের আগস্টে একটি ভিডিও বাংলাদেশের বলে ছড়িয়ে পড়লে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায় মূল ভিডিওটি ভারতের বেঙ্গালুরু শহরের। এছাড়া, একই মাসে কক্সবাজারে এক ব্যক্তিকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে হত্যা করা হচ্ছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায় মূল ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের।

আরো কিছু লেখা