তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব
Fact-check of a viral image and video falsely claiming Mahatma Gandhi’s statue was vandalized in Bangladesh, when the incident actually occurred in West Bengal, India

গান্ধী মূর্তি ভাঙা হলো ভারতে, ছড়াল বাংলাদেশের দাবিতে

তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব

বাংলাদেশে গান্ধীর “শরীর থেকে মুণ্ডু বিচ্ছিন্ন” করা হয়েছে দাবিতে সম্প্রতি মহাত্মা গান্ধীর একটি ভাঙা মূর্তির ছবি ও ভিডিও একাধিক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, মূল ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের। 

মহাত্মা গান্ধীর একটি ভাঙা মূর্তির ছবি শেয়ার করে গোবিন্দ রাজ নামে একজন সামাজিক মাধ্যম ফেসবুকে লেখেন, “বাংলাদেশে স্বাগতম”। পোস্টটি ১৫০ বারের বেশি শেয়ার হয়েছে। একজন শেয়ার করে ওড়িয়া ভাষায় যা লিখেছেন তার বাংলা করলে দাঁড়ায়, “পাকিস্তানের পক্ষে ওকালতি করা গান্ধীর মূর্তি বাংলাদেশে ভেঙে ফেলা হয়েছে।” একাধিক গ্রুপে (, ) শেয়ার করে আরেকজন লিখেছেন, “#বাংলাদেশেই তার মূর্তির এই #অবমাননা দেখা যাচ্ছে।” ছবিতে ডিসিবি নিউজ লেখা একটি লোগো দেখা যায়।

একই দাবিতে ডিসিবি নিউজের লোগো সম্বলিত একটি ভিডিও শেয়ার করা হয় এক এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে। তাতে লেখা হয়েছে, “এটি ঠিক না। একটিই প্রশ্ন, ‘বাংলাদেশেরও কী গোডসে আছে?’ গান্ধী যে সম্প্রদায়কে সবচেয়ে বেশি ভালোবাসতেন, বাংলাদেশে সেই সম্প্রদায়ের মাধ্যমেই গান্ধীর মুণ্ডু শরীর থেকে বিচ্ছিন্ন করা হলো।” গান্ধীর ভাঙা মূর্তি দেখিয়ে ৪ সেকেন্ডের এই ভিডিওতে বলতে শোনা যায়, “আন্দোলনের নামে এই বাংলায় ভাঙা হলো গান্ধী মূর্তি।” প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করে নাথুরাম গোডসে।

কিওয়ার্ড সার্চে ছবির মূল উৎসের সন্ধান পাওয়া যায়। ডিসিবি নিউজ নামের এই ভারতীয় গণমাধ্যম ১৬ জানুয়ারি তাদের ফেসবুক পেজে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। ভিডিওতে বলতে শোনা যায়, “আন্দোলনের নামে এই বাংলায় ভাঙা হল গান্ধী মূর্তি। এসআইআর শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিডি অফিস চত্বর।” দাবিতে দেখতে পাওয়া মহাত্মা গান্ধীর ভাঙা মূর্তিটি দেখা যায় ভিডিওতে। এই ভিডিও থেকে ছবি নিয়ে এবং ভিডিও-এর শুরুর অংশ কেটে নিয়ে বাংলাদেশের ঘটনা দাবি করে ছড়ানো হয়েছে।

একাধিক ভারতীয় গণমাধ্যমে এ ঘটনার আরও সংবাদ প্রতিবেদন (, , ) খুঁজে পাওয়া যায়। এসব প্রতিবেদনের ছবি ও ভিডিও যাচাই করা ছবি ও ভিডিওর সাথে পুরোপুরি মিলে যায়। জানা যায়, গত ১৫ জানুয়ারি ভোটার তালিকায় বিশেষ সংশোধন (এসআইআর) এর শুনানি কেন্দ্র করে বিক্ষোভের সময় পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এই গান্ধী মূর্তিটি ভাঙা হয়।

তাছাড়া এর আগে বাংলাদেশে জামায়াতের ইসলামপন্থীরা গান্ধী মূর্তির মাথা কেটে ফেলেছে দাবিতে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়লে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে ইন্ডিয়া টুডে। তারা জানায়, ভিডিওটি বাংলাদেশের নয়। পশ্চিমবঙ্গের চাকুলিয়ায় এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন গান্ধীর মূর্তিটি ভাঙচুর করা হয়েছিল।

অর্থাৎ, গান্ধী মূর্তি ভাঙার ছবিটি বাংলাদেশের নয়। ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন এর শুনানিকে কেন্দ্র করে বিক্ষোভে মহাত্মা গান্ধীর এই মূর্তিটি ভাঙচুর করা হয়।

আরো কিছু লেখা