সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
চাইছিলেন দোয়া, ছড়াচ্ছে তারেক রহমান দেশে আসছেন দাবিতে

চাইছিলেন দোয়া, ছড়াচ্ছে তারেক রহমান দেশে আসছেন দাবিতে

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে বাংলাদেশে রওনা দিয়েছেন তারেক রহমান এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, মূল ঘটনাটি চলতি বছরের জানুয়ারি মাসের। তারেক রহমান দেশে আসছেন দাবিতে ছড়ানো ভিডিওটি মূলত লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকের আগে মায়ের জন্য তারেক রহমানের দোয়া চাওয়ার দৃশ্য।

গত ২ ডিসেম্বর ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওর বিবরণে লেখা, “এইমাত্র খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে তারেক জিয়া…. তার মনে খালেদা জিয়া অলরেডি ইন্তেকাল করেছেন। জীবিত থাকতে আসলো না. মৃত্যুর খবর শুনে এখন আসতেছে…বিএনপির চেয়ারপারসন হওয়ার জন্য। (বানান অপরিবর্তিত)” 

একাধিক ব্যক্তিগত আইডি থেকে (, ) ভিডিওটি পোস্ট করা হয়। ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে সস্ত্রীক তারেক রহমান একটি বিল্ডিংয়ে প্রবেশ করছেন। ক্যামেরার পেছন থেকে কেউ বলছেন “আপনারা যাচ্ছেন?” তারেক রহমান আশপাশের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করছেন। ভিডিওর বাম পাশে কিউ নিউজের লোগো দেখা যাচ্ছে।

সূত্র যাচাইয়ে, ভিডিওর বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে লন্ডন ভিত্তিক ফেসবুক পেজ “কিউ নিউজ” থেকে এই বছরের ১৭ জানুয়ারি পোস্ট হওয়া একটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। ২ মিনিট ০৯ সেকেন্ডের সেই ভিডিওর শিরোনামে লেখা,”অসুস্থ মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান।” এই ভিডিওর ৩২ সেকেন্ড থেকে ৪৬ সেকেন্ড পর্যন্ত অংশের সাথে তারেক রহমান দেশে আসছেন দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটির  দৃশ্যপটের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে দেখে ডিসমিসল্যাব। দেখা যায়, একই ভিডিওটি সেই সময় বিএনপির ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পাওয়া যায়। ক্যাপশনে লেখা, “মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বসবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় (লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায়)। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি বোর্ডে অ্যাটেন্ড করবেন।”

এ ঘটনা নিয়ে একাধিক (,,,,,) সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। ইত্তেফাকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ৭ জানুয়ারি বিশেষ এয়ার-অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া। ইমিগ্রেশন থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নেয়া হয়। ১৭ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় মেডিকেল বোর্ড বৈঠকে বসে। অনুষ্ঠেয় ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও ভার্চুয়ালি অংশ নেয়। মেডিকেল বোর্ডে ছিলেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকের ৪ জন প্রফেসর ও যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের ৩ জন চিকিৎসক, বাংলাদেশ থেকে যাওয়া ৬ জন চিকিৎসক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জুবাইদা রহমান।

একুশে টিভি প্রতিবেদনে বলা হয়, ১৭ জানুয়ারি সন্ধ্যায় দ্য লন্ডন ক্লিনিকের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সাংবাদিকেরা খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে জানতে চান। জবাবে তিনি তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

অর্থাৎ, মায়ের জন্য তারেক রহমানের দোয়া চাওয়ার পুরোনো ভিডিও ছড়াচ্ছে তারেক রহমান দেশে আসছেন দাবিতে যা সম্পূর্ণ ভিত্তিহীন।প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। তার উন্নত চিকিৎসার জন্য আজ যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এর আগেও ছড়ানো ভুয়া তথ্য নিয়ে ফ্যাক্টচেক করেছে ডিসমিসল্যাব

আরো কিছু লেখা