তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব
ডিসেম্বর ১, ২০২৫
১৮:১৫:২১
ফ্যাক্টচেক: হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগে যোগদান করেছেন– দাবিটি ভুয়া

ফ্যাক্টচেক: হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগে যোগদান করেছেন– দাবিটি ভুয়া

ডিসেম্বর ১, ২০২৫
১৮:১৫:২১

তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দাবি করা হয়েছে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগে যোগদান করেছেন। সে ভিডিওতে একটি অনুষ্ঠানে দেখা যায় শেখ হাসিনার নামে আশপাশ থেকে স্লোগান দেওয়া হচ্ছে, আর এতে হাসনাত আব্দুল্লাহ উচ্ছ্বাস প্রকাশ করছেন। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, মুল ভিডিওতে ভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল এবং আওয়ামী লীগে তার যোগদানের দাবিটি সঠিক নয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শেখ হাসিনার নামে স্লোগান চলছে এমন এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উৎসাহভরে অংশ নিচ্ছেন। ভিডিওর উপরে লেখা, “হাসনাত আব্দুল্লাহ এখন আওয়ামীলীগে যোগদান করেছেন।” ভিডিওটি এ পর্যন্ত ব্যবহারকারীরা আড়াই লাখের বেশিবার দেখেছেন, শেয়ার হয়েছে প্রায় দেড় হাজার বার। একই দাবিতে একই ভিডিও টিকটকেও ছড়িয়ে পড়েছে। টিকটকের ভিডিওটি শেয়ার হয়েছে ২৫০০ বারের বেশি।

কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে এই ভিডিওর মূল ঘটনা ডিসমিসল্যাবের সামনে আসে। কুমিল্লা টেলিস্কোপ টুয়েন্টিফোর (,,,) ও দেবিদ্বার টুয়েন্টিফোর টিভি নামের ফেসবুক ও ইউটিউব পেজ থেকে এ ঘটনার একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে। কুমিল্লা টেলিস্কোপ টুয়েন্টিফোর তাদের ৮ নভেম্বরের পোস্টের ক্যাপশনে লিখেছে, “আব্দুল্লাহপুর ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনালে – হাসনাত আব্দুল্লাহ”।

কিওয়ার্ড সার্চে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওটি গত ৮ নভেম্বর দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজি আমীর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ‘বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হোন্ডা কাপ ফুটবল’ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের। 

কুমিল্লা টেলিস্কোপ টুয়েন্টিফোরের ইউটিউব পেজে একটি ভিডিও পাওয়া যায় যার সাথে যাচাই করা ভিডিওর সময়কার ঘটনার মিল রয়েছে। ভিডিওতে হাসনাত আব্দুল্লাহর দুইপাশে দাঁড়ানো ব্যক্তি, তাদের পোশাকের রং, সামনে সাদা পাঞ্জাবি-টুপি পরা ব্যক্তি, পেছনে ফোনের ক্যামেরা হাতে দুইজন— এ সবই যাচাই করা ভিডিও-র সাথে মিলে যায়। এই ইউটিউব ভিডিওতে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহ “শাপলা, শাপলা” বলে স্লোগান দিলে উপস্থিত দর্শকদের অনেকে এই স্লোগান দেওয়া শুরু করেন। তাছাড়া, ভিডিও-এর ১ মিনিট ২৪ সেকেন্ডে তাকে “ভোট ফর হাসনাত” লেখা পতাকা হাতে দেখা যায় যাতে শাপলা প্রতীক দৃশ্যমান।

অধিকতর যাচাইয়ের স্বার্থে এনসিপি মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। তিনি জানান, “এটা অবান্তর ও ভিত্তিহীন দাবি। হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের দল হিসেবে বিচারের দাবি উত্থাপনে মুখ্য ভূমিকা রেখেছেন তিনি। এ ধরণের কোনো ঘটনা ঘটার দূরতম সম্ভাবনাও নেই।”

অর্থাৎ, স্লোগানের অডিও পরিবর্তন করে হাসনাত আব্দুল্লাহর আওয়ামী লীগে যোগদানের এই দাবি ছড়ানো হয়েছে।

আরো কিছু লেখা