তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব
নভেম্বর ৩০, ২০২৫
১৯:৫৬:৫৩
শেখ হাসিনার রায় বাতিলের দাবিতে ছড়াচ্ছে অ্যাটর্নি জেনারেলের ভিন্ন প্রসঙ্গের ভিডিও

শেখ হাসিনার রায় বাতিলের দাবিতে ছড়াচ্ছে অ্যাটর্নি জেনারেলের ভিন্ন প্রসঙ্গের ভিডিও

নভেম্বর ৩০, ২০২৫
১৯:৫৬:৫৩

তাসনিম তাবাস্সুম মুনমুন

ফেলো, ডিসমিসল্যাব

শেখ হাসিনার রায় বাতিলের ঘোষণা হবে বললেন অ্যাটর্নি জেনারেল— এ দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, অ্যাটর্নি জেনারেলের এই মন্তব্য করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেওয়া রায় নিয়ে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় নিয়ে তিনি এই মন্তব্য করেননি। 

ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “শেখ হাসিনার রাই বাতিলের ঘোষণা হবে বললেন অ্যাটর্নি জেনারেল || তবে ক্ষমা চেয়ে লাভ নেই | Awamilig (বানান অপরিবর্তিত)।” ভিডিওর ৫৩ সেকেন্ডে অ্যাটর্নি জেনারেলকে বলতে শোনা যায়, “আমরা মনে করি ঐ রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? আমরা বিশ্বাস করি যে ঐ রায়টা রাজনৈতিকভাবে ম্যালিশাসলি লেখা হয়েছিল। ম্যালিশাসলি বলেছি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রায়টি লেখা হয়েছে একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। এইটা বলতে যেয়ে আমরা বলেছি যে এই ম্যালিশাস অ্যাকশন যদি হয়ে থাকে, এই রায়টা মেইনলি দুইটা গ্রাউন্ডেই বাতিল হবে। কারণ আমার বাংলাদেশের বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান। বিজয়ী শক্তি, তারা বলে দিল যে আমার সংবিধান রচনার সাথে কে থাকবে, আমার সংবিধানের রচনা কী হবে, এটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি নির্ধারণ করে দিলেন।”

শেখ হাসিনার রায় বাতিলের দাবি করা ভিডিওটি ব্যবহারকারীরা এ পর্যন্ত পৌনে তিন লাখবার দেখেছেন, শেয়ার হয়েছে আরও আড়াই হাজার বার। ৫ মিনিট ৪ সেকেন্ডের এই ভিডিও থেকে শুরুর ২৬ সেকেন্ড নিয়ে অ্যাটর্নি জেনারেলের মন্তব্য নিয়ে একই দাবিতে আরেকটি ফেসবুক পেজ থেকে ভিডিও প্রকাশ করা হয়। এ ভিডিও ফেসবুক ব্যবহারকারীরা দেখেছেন প্রায় এক লাখ। 

কিওয়ার্ড সার্চে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের এই মন্তব্য খুঁজলে একাধিক গণমাধ্যমের ৫ নভেম্বরের প্রতিবেদন (,,) সামনে আসে। এর মধ্যে এটিএন বাংলা নিউজ টিভি এর ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে অ্যাটর্নি জেনারেলের এই মন্তব্য যাচাই করা ভিডিও এর সঙ্গে হুবহু মিলে যায়। অ্যাটর্নি জেনারেল, তার পাশের ব্যক্তি, গণমাধ্যমের বুমের সারি পর্যবেক্ষণে দেখা যায়, ভিডিও দুইটির ফ্রেমও এক।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় নিয়ে কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল। এটিএন বাংলা নিউজ টিভি তাদের প্রতিবেদনের ক্যাপশনে লিখেছে- “তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে যা বললেন অ্যাটর্নি জেনারেল”। প্রসঙ্গত, সেদিন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে টানা অষ্টম দিনের মতো শুনানি হয়েছিল। 

এটিএন বাংলা নিউজ টিভির এই প্রতিবেদনের ১৮তম সেকেন্ড থেকে ১ মিনিট ১ সেকেন্ড পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেওয়া রায় সম্পর্কে অ্যাটর্নি জেনারেলকে বলতে শোনা যায়, “আমরা মনে করি ঐ রায় থাকা উচিত নয়… রায়টা মেইনলি দুইটা গ্রাউন্ডেই বাতিল হবে।” তাছাড়া তিনি বলেন, “সংবিধান একটি অর্গানিক ডকুমেন্ট।”

এটি ব্যাখ্যা করতে গিয়ে ভিডিও-এর ৫ মিনিট ৫ সেকেন্ড থেকে ২৭ সেকেন্ড পর্যন্ত তিনি বলেন, “কারণ আমার বাংলাদেশের বাহাত্তরের সংবিধান… মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি নির্ধারণ করে দিলেন।” ভিডিওর এই দুটি অংশ অপ্রাসঙ্গিকভাবে জুড়ে দিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় সম্পর্কে দেওয়া বক্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

অর্থাৎ, শেখ হাসিনার রায় বাতিলের দাবিতে ছড়িয়ে পড়া অ্যাটর্নি জেনারেলের ভিডিওটি আসলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা রায় নিয়ে।

বক্তব্য বিকৃতি করে অপতথ্য ছড়ানো নিয়ে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন করেছে ডিসমিসল্যাব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচন ও গণভোট নিয়ে দেওয়া একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে প্রচার করা হয় সামাজিক মাধ্যমে এক্সে। ২৫ নভেম্বরে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ডিসমিসল্যাব। এছাড়া, ২০২৪ সালে অক্টোবরে জাতীয় যুবশক্তির আহ্বায়ক মো. তরিকুল ইসলামের একটি বক্তব্যের বিভিন্ন অংশ জুড়ে দিয়ে প্রচার করা হয় সামাজিক মাধ্যম ফেসবুকে। এটি নিয়ে একই বছরের ২৪ অক্টোবরে প্রতিবেদন প্রকাশ করে ডিসমিসল্যাব

আরো কিছু লেখা