ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
নির্বাচনকে কেন্দ্র করে একাধিক গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

নির্বাচনকে কেন্দ্র করে একাধিক গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

কখনো দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোট দেওয়ার ব্যাপারে সতর্ক করছেন। কখনো বলা হচ্ছে তারেক রহমান বলেছেন, ভারতের কাছে মুচলেকা দিয়ে দেশে ফিরেছেন। আবার রুমিন ফারহানার বক্তব্য দাবিতে বলা হচ্ছে, বিএনপি ক্ষমতায় এলে নজিরবিহীন চাঁদাবাজিতে দেশের মানুষ কেয়ামত দেখবে। ওদিকে প্রচার হচ্ছে, কুড়িগ্রামের কুড়িগ্রামে জামায়াত নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়ানো বেশ কিছু ফটোকার্ডে দেখা যাচ্ছে এমন সব দাবি। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া।

১ম ফটোকার্ড

ফেসবুকে একটি গ্রুপ থেকে গত ৭ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি সম্বলিত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। ফটোকার্ডে তার ছবি ব্যবহার করা হয়েছে।

কার্ডের উপরে বামপাশে সংবাদমাধ্যম ডিবিসি নিউজ-এর লোগো দেওয়া। কার্ডে কালো ব্যাকগ্রাউন্ডের উপর হলুদ রঙের ফন্টে লেখা “চাদাবাজ দখলবাজ দূর্নীতিবাজ ও সন্ত্রাসী দল কে ভোট দিয়ে দেশ ও জনগণের ক্ষতি করা, অমানুষ ও পশু” (বানান অপরিবর্তিত)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি নয় বার শেয়ার করা হয়েছে, প্রতিক্রিয়া দেখানো হয়েছে ৩৩টি।

নির্বাচনকে কেন্দ্র করে একাধিক গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার ফ্যাক্টচেক
সংবাদমাধ্যম ডিবিসি নিউজের নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডের স্ক্রিনশট।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে ডিবিসি নিউজের অফিশিয়াল ফেসবুক পেজের সমসাময়িক পোস্টগুলোর ফটোকার্ড যাচাই করে দেখে ডিসমিসল্যাব। এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। তবে একই ছবি ব্যবহার করে “যোগ্য লোককে ভোট দিন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন: প্রধান উপদেষ্টা” লেখা একটি ফটোকার্ড গত ১৬ ডিসেম্বর প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

এ সম্পর্কে আরও নিশ্চিত হতে ডিবিসি নিউজ এর সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদ মাধ্যমটির ডিজিটাল মিডিয়া উইং এর উপ-মহাব্যবস্থাপক জনাব কামরুল ইসলাম রুবেল জানিয়েছেন, প্রচারিত ফটোকার্ডটি ডিবিসি নিউজের নয়। কারণ ডিবিসি কখনো কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে না।

অর্থাৎ, ডিবিসি নিউজের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া।

২য় ফটোকার্ড

ফেসবুকে একটি গ্রুপ থেকে গত ১৮ জানুয়ারি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। কার্ডের ছবিতে টুপি পরিহিত চার ব্যক্তিকে একটি কাগজ ধরে রাখতে দেখা যায়। ফটোকার্ডে লেখা, “কুড়িগ্রামে জামায়াত নেতার পদত্যাগ যোগ দিলেন ইসলাম আন্দোলন-এ” (বানান অপরিবর্তিত)।

কার্ডের মাঝামাঝি সংবাদমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের লোগো দেওয়া। এছাড়া কার্ডের নিচে ডানপাশে তারিখ হিসেবে ১৮ জানুয়ারি ২০২৬ লেখা। বামপাশে সংবাদমাধ্যমটির ওয়েবসাইটের ঠিকানা দেওয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি ৩৩ বার শেয়ার করা হয়েছে, ব্যবহারকারীদের প্রতিক্রিয়া রয়েছে এক হাজারের বেশি এবং মন্তব্য করা হয়েছে ২০২টি।

নির্বাচনকে কেন্দ্র করে একাধিক গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
চ্যানেল টোয়েন্টিফোরের লোগোযুক্ত ভুয়া ফটোকার্ডের স্ক্রিনশট।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে চ্যানেলটোয়েন্টিফোরের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের ১৮ জানুয়ারির ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চ্যানেল টোয়েন্টিফোরের সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। প্রতিষ্ঠানটির জয়েন্ট নিউজ এডিটর ও অনলাইন ইনচার্জ মাজহার খন্দকার জানিয়েছেন, চ্যানেলটোয়েন্টিফোরের থেকে ১৮ জানুয়ারির এমন কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি। 

অর্থাৎ, চ্যানেল টোয়েন্টিফোরের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। ১৮ ডিসেম্বর “কুড়িগ্রামে জামায়াত নেতার পদত্যাগ যোগ দিলেন ইসলাম আন্দোলন-এ (বানান অপরিবর্তিত)’’ দাবিতে এমন কোনো ফটোকার্ড সংবাদমাধ্যমটি প্রকাশ করেনি।

৩য় ফটোকার্ড

ফেসবুকে একটি গ্রুপ থেকে গত ২১ জানুয়ারি আইনজীবী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার ছবি সম্বলিত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। সে ফটোকার্ডে লেখা, “বিএনপি ক্ষমতায় আসতে পারলে, নজিরবিহীন চাদাবাজি দখলবাজি দূর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ কেয়ামত দেখতে পাবে,,,,, ” (বানান অপরিবর্তিত)। 

ফটোকার্ডটির উপরের ডানপাশে টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির লোগো বসানো। ফটোকার্ডের ভিতরে লাল ব্যাকগ্রাউন্ডে সাদা রঙের ফন্ট ব্যবহার করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি ৭৮ বার শেয়ার করা হয়েছে, প্রতিক্রিয়া দেখানো হয়েছে ২৭৬টি এবং মন্তব্য করা হয়েছে ২৩টি। একজন ব্যবহারকারী লিখেছেন, “আপনার কথা একদম ঠিক।” আরেকজন মন্তব্য করেছেন, “আপা এই কথা টা ১০০%সত্য।”

নির্বাচনকে কেন্দ্র করে একাধিক গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
ইন্ডিপেনডেন্ট টিভির নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডের স্ক্রিনশট।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে ইন্ডিপেনডেন্ট টিভির অফিশিয়াল ফেসবুক পেজওয়েবসাইটে সমসাময়িক ফটোকার্ড, পোস্ট ও সংবাদ প্রতিবেদনগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। তবে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি।

বিশ্লেষণ করে দেখা যায়, সংবাদমাধ্যমটির ফটোকার্ডগুলোতে গাঢ় নীল ব্যাকগ্রাউন্ডের উপরে সাদা রঙের ফন্টে লেখা হয়ে থাকে। কার্ডের নিচে সর্ববামে তারিখ, মাঝে বিস্তারিত কমেন্টে এবং সর্বডানে ওয়েবসাইটের ঠিকানা লেখা থাকে। 

ফটোকার্ডটি সম্পর্কে আরও নিশ্চিত হতে ইন্ডিপেনডেন্ট টিভির সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির ওয়েব ইনচার্জ মোঃ আশিক হোসেন জানিয়েছেন, প্রচারিত ফটোকার্ডটি তাদের বানানো নয়। 

অর্থাৎ, বিএনপি ক্ষমতায় এলে নজিরবিহীন চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করবে বলে রুমিন ফারহানার বক্তব্যের দাবিতে কোনো ফটোকার্ড ইন্ডিপেনডেন্ট টিভি প্রকাশ করেনি।

৪র্থ ফটোকার্ড

ফেসবুকে একটি গ্রুপ থেকে গত ২১ জানুয়ারি একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডের ছবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি দেখা যায়। ফটোকার্ডের শিরোনাম, “আমি নিজ থেকে ভারত কিংবা র এর কাছে মুচলেকা দেই নাই, আমাকে আমার দলের হাইকমান্ডরা বাধ্য করছে ভারতের কাছে মুচলেকা দিয়ে দেশে ফিরতে। বিবিসি সাক্ষাৎকারে: তারেক রহমান সাহেব একথা বলেন” (বানান অপরিবর্তিত)।

ফটোকার্ডের উপরে বামে সমকালের ভেরিফায়েড লোগো দেওয়া। লোগোর ঠিক পাশেই “সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬” উল্লেখ করা। কার্ডের সর্বডানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটিতে ৫১১টি প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টটি ৩৬৪ বার শেয়ার করা হয়েছে, ব্যবহারকারীদের মন্তব্য রয়েছে ১০০টি।

নির্বাচনকে কেন্দ্র করে একাধিক গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
সমকালের নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডের স্ক্রিনশট।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে একাত্তর টিভি এর অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের ১৯ জানুয়ারির ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। তবে তারেক রহমানের একই ছবি ব্যবহার করে সমকাল “সরকার গঠন করতে পারলে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: তারেক রহমান” শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করে। 

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংবাদমাধ্যমটির সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সমকালের অনলাইনের ইনচার্জ গৌতম মণ্ডল ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদন তারা প্রকাশ করেনি। 

অর্থাৎ, সমকালের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া।

আরো কিছু লেখা