সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
জামায়াতকে ভোট না দিলে অশান্তিতে রাখার বক্তব্যের আমার দেশের ফটোকার্ডটি ভুয়া

জামায়াতকে ভোট না দিলে অশান্তিতে রাখার বক্তব্যের আমার দেশের ফটোকার্ডটি ভুয়া

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট না দিলে কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। সামাজিক মাধ্যম ফেসবুকে আমার দেশ পত্রিকার লোগোযুক্ত একটি ফটোকার্ডে এমন বক্তব্য ছড়াতে দেখা যাচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড আমার দেশ প্রকাশ করেনি।

ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ১১ ডিসেম্বর জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের ছবি সংযুক্ত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। আমার দেশ পত্রিকার অনুকরণে বানানো সেই ফটোকার্ডের ভেতরে লেখা “দাঁড়িপাল্লায় ভোট না দিলে কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না: ড.মাসুদ।” কার্ডের উপরে আমার দেশ পত্রিকার লোগোও দেখা যায়। এছাড়া নিচের ডানপাশে “১১ ডিসেম্বর ২০২৫” এবং বামদিকে পত্রিকাটির ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। 

ফেসবুকে একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, ) এবং গ্রুপ (, ) থেকেও একই ফটোকার্ডটি পোস্ট করা হয়। বিবরণে পোস্টদাতা লিখেছেন, “দাঁড়িপাল্লায় ভোট না দিলে শান্তিতে থাকতে না দেওয়ার হুশিয়ারি জামায়াত নেতার!”

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে আমার দেশের ফেসবুক পেজের ১১ ডিসেম্বরের ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। তবে নির্দিষ্ট এই তারিখে ড. মাসুদের উক্তিসহ এ ধরনের কোনো ফটোকার্ড বা খবর সংবাদমাধ্যমটির অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। 

ফটোকার্ডটি সম্পর্কে আরও বিস্তারিত যাচাইয়ে পত্রিকাটির সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনাম ডিসমিসল্যাবকে নিশ্চিত করেন এই ফটোকার্ডটি ভুয়া। 

অর্থাৎ, আমার দেশের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। নির্বাচনে জামায়াতকে ভোট না দিলে সবাইকে অশান্তিতে রাখা হবে- জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের এমন উক্তিসহ কোনো ফটোকার্ড পত্রিকাটি প্রকাশ করেনি। 

ইতিপূর্বে, “আমার দেশ” পত্রিকার নামে একাধিক (,) ভুয়া ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছিল যা ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক প্রতিবেদনে উঠে এসেছে। 

আরো কিছু লেখা