
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের পর বিএনপি চাঁদাবাজি কমিয়ে দেবে। ফেসবুকে বাংলাভিশনের অনুকরণে বানানো একটি ফটোকার্ডে এমন বার্তা লিখে ছড়ানো হচ্ছে। তবে ফ্যাক্টচেকে দেখা গেছে, এমন কোনো ফটোকার্ড বাংলাভিশন প্রকাশ করেনি।
ফেসবুকে একটি গ্রুপ থেকে গত ১৩ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি সম্বলিত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। উনার বক্তব্যের ছবি ব্যবহার করে তৈরি সে ফটোকার্ডে লেখা, “নির্বাচনের পরে বিএনপি চাঁদাবাজি কমিয়ে দিবে: মীর্জা ফখরুল ইসলাম আলমগীর” (বানান অপরিবর্তিত)।

ফটোকার্ডটির উপরের বামপাশে বাংলাদেশি বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের লোগোর আদলে তৈরি ভিন্ন একটি লোগো বসানো হয়েছে। এবং নিচে বামপাশে তারিখ হিসেবে ১৩ জানুয়ারি ২০২৬ লেখা। মাঝে বাংলাভিশনের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। ডানপাশে লেখা আছে বিস্তারিত কমেন্টে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি ২৪ বার শেয়ার করা হয়েছে, প্রতিক্রিয়া দেখানো হয়েছে ১৪৪টি এবং মন্তব্য করা হয়েছে ৬৫টি। একজন ব্যবহারকারী লিখেছেন, “আপনারা তাহলে স্বীকার করছেন যে আপনারা চাঁদাবাজি করেন”। আরেকজন মন্তব্য করেছেন, “এ কথায় প্রমানিত হয় বিএনপি চাদবাজি করে”।
ফেসবুকের একাধিক গ্রুপ (১, ২) থেকে একই দাবিতে ছবিটি পোস্ট করা হয়।
ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে বাংলাভিশনের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে গত ১৩ জানুয়ারির ফটোকার্ড, পোস্ট ও সংবাদ প্রতিবেদনগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি।

বিশ্লেষণ করে দেখা যায়, সংবাদমাধ্যমটির ফটোকার্ডগুলোর লেখা সাদা ও হলুদ রঙের হয়ে থাকে। কার্ডের নিচে তারিখ, ওয়েবসাইট লিংক এবং বিস্তারিত কমেন্টে লেখা থাকে। আর কার্ডের উপরে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকের লোগো দেওয়া। পাশে ইংরেজিতে বাংলাভিশন লেখা, ডানদিকে ভেরিফায়েড নীল টিক চিহ্ন থাকে। কার্ডের এই অংশ এবং লোগোর অংশ ছাড়া বাকি সবকিছু হুবহু ভুয়া ফটোকার্ডের সঙ্গে মিলে যায়।
ফটোকার্ডটি সম্পর্কে আরও নিশ্চিত হতে বাংলাভিশনের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির অনলাইনের নির্বাহী সম্পাদক জনাব বদরুল আলম নাবিল জানিয়েছেন, প্রচারিত ফটোকার্ডটি তাদের বানানো নয়।
অর্থাৎ, বাংলাভিশনের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। “নির্বাচনের পরে বিএনপি চাঁদাবাজি কমিয়ে দিবে: মীর্জা ফখরুল ইসলাম আলমগীর” দাবিতে কোনো ফটোকার্ড বাংলাভিশন প্রকাশ করেনি।