সুদেষ্ণা মহাজন অর্পা

শবনম ফারিয়ার ছবি সম্পাদনা করে ভিন্ন বার্তায় প্রচার করা হচ্ছে
সুদেষ্ণা মহাজন অর্পা
এই প্রতিবেদনের কিছু ছবি ও ভাষা সংবেদনশীল পাঠকের জন্য অস্বস্তিকর হতে পারে।
নিজের হাতে “জুলাই সিডিআই” ট্যাটু করে ফেসবুকে ছবি পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া– এমন দাবি করা একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, অনলাইন হেনস্তা নিয়ে শবনম ফারিয়ার প্রতিবাদমূলক ফেসবুক পোস্টকে বিকৃত করে জুলাই আন্দোলন বিরোধী বার্তা হিসেবে প্রচার করা হচ্ছে।
গত ২৫ নভেম্বর থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে “এক্সপ্লোর একাত্তর” নামের পেজ থেকে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। ফটোকার্ডে অভিনেত্রী শবনম ফারিয়ার একটি ছবি দেখা যায়, যেখানে ডান হাতটি সামনে তুলে ধরে ছবি তুলেছেন তিনি। হাতে কালো কালি দিয়ে লেখা “জুলাই সিডিআই,” কার্ডের ভেতরে শিরোনাম দেওয়া “নিজের হাতে জুলাই চুদি ট্যাটু করে শবনম ফারিয়ার ফেসবুক পোস্ট।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ১০০ বারের অধিক শেয়ার করা হয়েছে। মন্তব্য দেখা গেছে দেড় শরও বেশি।

জুলাই আন্দোলন বিরোধী এই বার্তাসহ অভিনেত্রীর ছবিটি ফেসবুকের একাধিক গ্রুপ (১,২,৩,৪,৫) এবং ব্যক্তিগত প্রোফাইল (১,২,৩,৪) থেকে শেয়ার করা হয়। ক্যাপশনে অনেক পোস্টদাতা লিখেছেন, “নিজের হাতে ঝুলাই CDI ট্যাটু করে Sabnam Faria ফেসবুক পোস্ট – ঝুলাই CDI কমিটির সভাপতি হিসেবে তাকে দেখতে চাই।✌️” ইনস্টাগ্রামেও একই দাবিতে শবনম ফারিয়ার ছবিটি পোস্ট করা হয়।
ছবির সত্যতা যাচাই করতে গেলে শবনম ফারিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গত ২৫ নভেম্বর পোস্ট হওয়া একটি ছবির সঙ্গে মিল লক্ষ্য করা করা যায়। পোস্টের বিবরণে লেখা, “সংখ্যা থেকে আওয়াজ তোলো, চল সবাইকে আমাদের গল্প চল শোনাই। তোমার সংখ্যার গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো। মানুষ হয়তো শুধু সংখ্যাটাই দেখবে, কিন্তু আমাকে কী সহ্য করতে হয়েছে এবং কত বাধা অতিক্রম করে এসেছি- আমাকে এ সংখ্যা তা মনে করিয়ে দেয়। নিজের সংখ্যা শেয়ার করুন, একসঙ্গে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দাঁড়াই।” এছাড়া মাই নাম্বার মাই স্টোরি (#MyNumberMyStory), সিক্সটিন ডেইজ অফ অ্যাক্টিভিজম (#16DaysOfActivism) শীর্ষক হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটির সঙ্গে অভিনেত্রীর ফেসবুকে পোস্ট হওয়া ছবির তুলনা করে দেখা যায়, হাতের লেখা ছাড়া অন্য সকল উপাদানে হুবহু মিল আছে। মূল পোস্টে শবনম ফারিয়ার হাতে লেখা ছিল “1000।”
অর্থাৎ, শবনম ফারিয়ার হাতের লেখাটি সম্পাদনার মাধ্যমে বিকৃত করে, জুলাই আন্দোলন বিরোধী বার্তা হিসেবে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন।
প্রসঙ্গত, জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন উদ্যোগে বিশ্বব্যপী সকল নারী ও মেয়েদের শিশুদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধের লক্ষ্যে, সিক্সটিন ডেইজ ক্যাম্পেইন পরিচালিত হয়। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পেইন “দ্য সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম” বা আন্তজার্তিক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ নামেও পরিচিত।