নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
Fact-check: Fake Amar Desh photo card falsely claims Jamaat-e-Islami Ameer Dr. Shafiqur Rahman is visiting Delhi at BJP’s invitation.

আমার দেশের নামে ছড়ানো জামায়াত আমিরের ফটোকার্ডটি ভুয়া

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

বিজেপির আমন্ত্রণে দিল্লি সফরে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সামাজিক মাধ্যম ফেসবুকে আমার দেশ পত্রিকার লোগোযুক্ত একটি ফটোকার্ডে এমন বক্তব্য ছড়াতে দেখা যাচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড আমার দেশ প্রকাশ করেনি।

ফেসবুকে একটি গ্রুপ থেকে ২১ ডিসেম্বর জামায়াতে ইসলামীর বর্তমান আমীর ডা. শফিকুর রহমানের ছবি সংযুক্ত একটি  ফটোকার্ডটি পোস্ট করে। আমার দেশ পত্রিকার অনুকরণে বানানো সেই ফটোকার্ডের ভেতরে লেখা “বিজেপির আমন্ত্রণে দিল্লি সফরে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।” কার্ডের উপরে আমার দেশ পত্রিকার লোগোও দেখা যায়। এছাড়া নিচে ডানপাশে “২১ ডিসেম্বর ২০২৫” এবং বামদিকে পত্রিকাটির ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। 

ফেসবুকে একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, ) এবং গ্রুপ থেকেও একই ফটোকার্ডটি পোস্ট করা হয়। একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, “আলহামদুলিল্লাহ বিজেপির আমন্ত্রণে দিল্লি সফরে যাচ্ছেন আমাদের রাহবার আমিরে জামাত  ডা. শফিকুর রহমান! আশা করি এবার ভারত -বাংলাদেশের সম্পর্ক স্থিতিশীল হবে ইনশাআল্লাহ।”  ফটো কার্ডের নিচে মন্তব্যগুলো পড়ে বোঝা যায়, খবরটি সত্য বলে ধরে নিয়েছেন অনেক ব্যবহারকারী।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে আমার দেশের ফেসবুক পেজের ২১ ডিসেম্বরের ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। তবে নির্দিষ্ট এই তারিখে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানকে নিয়ে এ ধরনের কোনো ফটোকার্ড বা খবর সংবাদমাধ্যমটির অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি সম্পর্কে আরও বিস্তারিত যাচাইয়ে পত্রিকাটির সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনাম ডিসমিসল্যাবকে নিশ্চিত করেন এই ফটোকার্ডটি ভুয়া। 

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর যুক্তরাজ্য সফরে যান জামায়াতের আমির। ২১ ডিসেম্বর ফেরার কথা থাকলেও ওসমান হাদির মৃত্যুর খবরে সফর সংক্ষিপ্ত করে ২০ তারিখ ফিরে আসেন। ডা. শফিকুর রহমানের ভারত সফর নিয়ে কোনো গণমাধ্যমে এখনো পর্যন্ত কোনো সংবাদ প্রচার করতে দেখা যায়নি। জামায়াতে ইসলামীর ওয়েবসাইট বা অফিসিয়াল ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।

অর্থাৎ, আমার দেশের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। ইতিপূর্বে, জামায়াতে ইসলামীকে জড়িয়ে “আমার দেশ” পত্রিকার নামে একাধিক ভুয়া ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছিল যা ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক প্রতিবেদনে উঠে এসেছে।

আরো কিছু লেখা