ফাতেমা তাবাসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
নভেম্বর ৩, ২০২৫
১৭:৪৪:৫২
সম্পাদিত ফটোকার্ড দিয়ে জামায়াত থেকে বিএনপিতে যোগদানের ভুয়া দাবি প্রচার

সম্পাদিত ফটোকার্ড দিয়ে জামায়াত থেকে বিএনপিতে যোগদানের ভুয়া দাবি প্রচার

নভেম্বর ৩, ২০২৫
১৭:৪৪:৫২

ফাতেমা তাবাসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুইশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন, এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “আমার দেশ” পত্রিকার একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ফটোকার্ডটি ভুয়া। মূল ছবিটি গাইবান্ধার নয়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার। এবং ছবিতে থাকা লোকজন বিএনপিতে যোগ দেননি, বরং বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে একাধিক কর্মী যোগ দিয়েছিলেন। সে ঘটনায় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এই ছবিটি প্রকাশ করা হয়েছিল। 

সামাজিক মাধ্যম ফেসবুকে ‘তারেক রহমান’ নামের অন্তত ১,৫৭,০০০ জন সদস্যের একটি গ্রুপে একটি ফটোকার্ড পোস্ট করেন একজন ব্যবহারকারী। ফটোকার্ডে রজনীগন্ধা হাতে বেশ কিছু মানুষের ছবি দেখা যাচ্ছে। ছবির নিচে লেখা আছে, “গাইবান্ধায় জামায়াতে ইসলামীর দুইশত নেতাকর্মী বিএনপিতে যোগদান।”

ফটোকার্ডের ক্যাপশন পোস্টদাতা লিখেছেন, “আলহামদুলিল্লাহ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই ষড়যন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি সব সময় মানুষের ভালোবাসার আস্থায় বিশ্বাসী। ইনশাআল্লাহ এদেশের জনগণ আস্তে আস্তে সবকিছুই বুঝতে পারবে।” একই ফটোকার্ড একই ক্যাপশন ব্যবহার করে পোস্ট করতে দেখা গেছে অন্য এক ব্যবহারকারীকে। ভিন্ন আরেকটি গ্রুপেও একই ফটোকার্ড ও ক্যাপশন দিয়ে এই পোস্ট করতে দেখা গেছে।  

ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন (,,,) খুঁজে পাওয়া যায়। সময় নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ অক্টোবর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলি মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপির শতাধিক নেতাকর্মীদের স্বাগত জানানো হয়। 

একই ঘটনা নিয়ে ‘আমার দেশ’ পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে একই সভার কিছুটা পাশ থেকে তোলা একটি ছবি পাওয়া যায়। প্রতিবেদনে জানানো হয়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গত ২৪ অক্টোবর ৯১ জন বিএনপি নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

এ ব্যাপারে আমার দেশ পত্রিকার সঙ্গে যোগাযোগ করলে তারা ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছে ‘জামায়াত থেকে বিএনপিতে যোগদান’ সংক্রান্ত কোনো কার্ড এই সংবাদমাধ্যম প্রকাশ করেনি।   

অর্থাৎ, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিএনপি নেতা-কর্মীদের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের ছবিটি ব্যবহার করে ‘আমার দেশ’ পত্রিকার লোগো নকল করে ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে। এবং দাবি করা হয়েছে যে, জামায়াতের দুই শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন, যা মূল ঘটনার বিপরীত ও বিভ্রান্তিকর।

আরো কিছু লেখা