
দৈনিক কালের কণ্ঠের অনুকরণে বানানো একটি ফটোকার্ড ছড়িয়েছে ফেসবুকে। সেখানে দাবি করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যার হুমকি দেন একই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তবে ফ্যাক্টচেকে দেখা গেছে, এমন কোনো ফটোকার্ড দৈনিক কালের কণ্ঠ প্রকাশ করেনি।
ফেসবুকে একটি গ্রুপ থেকে গত ২৭ জানুয়ারি ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। ফটোকার্ডে নির্বাচনী প্রচারণারত অবস্থায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবি দেখা যায়। ক্যাপশনে লেখা, “এবার ওসমান হাদির মতো – নাসিরুদ্দিন পাটোয়ারী কেও হারাবে বাংলাদেশ.?” ফটোকার্ডের ভেতরে লেখা, “নাসিরুদ্দিন পাটোয়ারী’কে মির্জা আব্বাসের সরাসরি হত্যার হুমকি।” (বানান অপরিবর্তিত)।

ফটোকার্ডের ডান দিকে দৈনিক কালের কণ্ঠের লোগো বসানো হয়েছে। উপরে বামপাশে তারিখ হিসেবে ২৭ জানুয়ারি ২০২৬ লেখা। কার্ডের মাঝে নীল ব্যাকগ্রাউন্ডে কালের কণ্ঠ, নিচে বামপাশে বিস্তারিত লিংকে এবং ডানপাশে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি ৮০৫ বার শেয়ার করা হয়েছে, প্রতিক্রিয়া দেখানো হয়েছে এক হাজার ৩০০টি এবং মন্তব্য করা হয়েছে ১২২টি। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি ১০০% convinced চান্দা আব্বাস এবং BNP র হাত আছে হাদীকে শহীদ করার পিছনে।হাত এতটাই লম্বা প্রশাসন ও নিশ্চুপ… justice for হাদী”। আরেকজন মন্তব্য করেছেন, “হাদীরে মাইরা পার পেয়ে গেছে তো ওখানে যারে তারে মারার জন্য ওপেন হুমকি দেয় মির্জা আব্বাস হাদীর খুনি”।
ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে দৈনিক কালের কণ্ঠের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে গত ২৭ জানুয়ারির ফটোকার্ড, পোস্ট ও সংবাদ প্রতিবেদনগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদন সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি। তবে একই ছবি ব্যবহার করে “আমাকে ডিম মেরেছে, ঘু/ষি দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী” লেখা একটি ফটোকার্ড প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। এছাড়াও নির্বাচনী প্রচারণারত অবস্থায় নাসীরুদ্দীন পাটওয়ারীর আরেকটি ফটোকার্ড প্রকাশ করেছে কালের কণ্ঠ। যেখানে লেখা আছে ,”জনগণের হাতে ছেড়ে দিলাম জনগণ কাকে ভোট দিবে চাঁদাবাজ-স/ন্ত্রাসীকে”।

ফটোকার্ডটি সম্পর্কে আরও নিশ্চিত হতে দৈনিক কালের কণ্ঠের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির অনলাইন ইনচার্জ, সাকিব সিকান্দার জানিয়েছেন, প্রচারিত ফটোকার্ডটি তাদের বানানো নয়।
অর্থাৎ, দৈনিক কালের কণ্ঠের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। “নাসীরুদ্দীন পাটওয়ারীকে মির্জা আব্বাসের সরাসরি হত্যার হুমকি” দাবিতে কোনো ফটোকার্ড দৈনিক কালের কণ্ঠ প্রকাশ করেনি।