
ডিএমপি কমিশনার বলেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যায় বিএনপি নেতা মির্জা আব্বাসের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সংবাদমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোরের লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে এমন এক বার্তা দেওয়া হয়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড চ্যানেল টোয়েন্টি ফোর প্রকাশ করেনি।
ফেসবুকে একটি গ্রুপ থেকে আজ ২৮ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলীর ছবি সম্বলিত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। ডিএমপি কমিশনার বক্তব্য দিচ্ছেন এমন এক ছবি ব্যবহার করে তৈরি করা সে ফটোকার্ডে লেখা, ‘হাদি হত্যায় “মির্জা আব্বাসের” সম্পৃক্ততা পাওয়া গেছে- ডিএমপি কমিশনার’।

কার্ডের মাঝামাঝি সংবাদমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোরের লোগো দেওয়া। এছাড়া কার্ডের নিচে ডানপাশে তারিখ হিসেবে ২৮ ডিসেম্বর ২০২৫ লেখা। বামপাশে সংবাদমাধ্যমটির ওয়েবসাইটের ঠিকানা দেওয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি ৭৮ বার শেয়ার করা হয়েছে।
ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে চ্যানেল ২৪ সংবাদ মাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজের ২৮ ডিসেম্বরের ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।

তবে একই ছবি ব্যবহার করে “হাদি হত্যায় জড়িতদের নাম উন্মোচন করে দের: ডিএমপি কমিশনার” লেখা একটি ফটোকার্ড প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে, চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। চ্যানেল টোয়েন্টি ফোর-এর জয়েন্ট নিউজ এডিটর ও অনলাইন ইনচার্জ মাজহার খন্দকার জানিয়েছেন, চ্যানেল টোয়েন্টি ফোর থেকে ২৮ ডিসেম্বর এমন কোনো ফোটোকার্ড প্রকাশ করা হয়নি।
অর্থাৎ, চ্যানেল টোয়েন্টি ফোরের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। ২৮ ডিসেম্বর ‘হাদি হত্যায় “মির্জা আব্বাসের” সম্পৃক্ততা পাওয়া গেছে- ডিএমপি কমিশনার’ দাবিতে এমন কোনো ফটোকার্ড সংবাদমাধ্যমটি প্রকাশ করেনি।