সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
বিবিসি বাংলার নামে ভুয়া ফটোকার্ডে ডিসেম্বরেই দেশ রাজাকার মুক্ত করার বার্তা

বিবিসি বাংলার নামে ভুয়া ফটোকার্ডে ডিসেম্বরেই দেশ রাজাকার মুক্ত করার বার্তা

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

একটি ফটোকার্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। সে ছবির নিচে লেখা, ডিসেম্বরেই দেশ আবার রাজাকার মুক্ত হবে। বিবিসি বাংলার লোগোযুক্ত এমন একটি ফটোকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, বিবিসি বাংলার নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া।

ফেসবুকে একটি পেইজ থেকে গত ৭ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। কার্ডটির নিচে বাম কোণে সংবাদমাধ্যম বিবিসি বাংলার লোগো এবং ওয়েবসাইটের নাম দেখা যায়। কার্ডের শিরোনাম, “ডিসেম্বরেই দেশ আবার রাজাকার মুক্ত হবে।আমরা প্রস্তুত আছি।” কার্ডের উপরে বামদিকে “আতিকা বিনতে হোসেন” নাম ও একটি ফেসবুক প্রোফাইলের ছবি দেখা যাচ্ছে। সে ছবি ও নামের সঙ্গে পোস্টদাতার ছবি ও নাম মিলে যায়। পোস্টের ক্যাপশনে লেখা, “কোটি নেতাকর্মী প্রস্তুত দেশকে আবার স্বাধীন করার জন্য।”

পোস্টে এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “হেই বাংলার অসহায় জনগণ আর একটা ৭১ আমাদের জন্য ফরজ হয়ে গেছে।” একাধিক মন্তব্যকারীকে ইনশাআল্লাহ লিখতেও দেখা যায়। এই প্রতিবেদন প্রকাশের আগপর্যন্ত ফটোকার্ডের পোস্টটিতে প্রায় ১১ হাজার প্রতিক্রিয়া এবং অন্তত ৯০০টি মন্তব্য লক্ষ্য করা গেছে। এছাড়া ৪০০-বারেরও বেশি পোস্টটি শেয়ার করা হয়েছে।

ফেসবুকের একাধিক পেজ (,,), ব্যক্তিগত প্রোফাইল (,,,) এবং গ্রুপ (,,,) থেকে একই ফটোকার্ডটি পোস্ট করা হয়।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে বিবিসি বাংলার ফেসবুক পেজের সাম্প্রতিক ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে এমন ফটোকার্ড বা খবর খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি সম্পর্কে আরও বিস্তারিত যাচাইয়ে সংবাদমাধ্যমটির সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ডিসমিসল্যাবকে নিশ্চিত করেন এই ফটোকার্ডটি ভুয়া।

অর্থাৎ, বিবিসি বাংলার নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। ডিসেম্বরেই দেশ রাজাকার মুক্ত করার বার্তা সম্বলিত কোনো ফটোকার্ড বিবিসি বাংলা প্রকাশ করেনি।

আরো কিছু লেখা