নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
নির্বাচনের জরিপ নিয়ে পুলিশ সদস্যের বক্তব্যের ভিডিওটি এআই দিয়ে বানানো

নির্বাচনের জরিপ নিয়ে পুলিশ সদস্যের বক্তব্যের ভিডিওটি এআই দিয়ে বানানো

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

এক পুলিশ সদস্য নির্বাচন জরিপ নিয়ে বক্তব্য দিচ্ছেন এমন দৃশ্যের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, বক্তব্যটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি।

গত ৭ ডিসেম্বর ফেসবুকে “ব্যারিস্টার আরমান সমর্থক গোষ্ঠী” নামের একটি গ্রুপ থেকে ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৭৮৩ বার দেখা হয়েছে। এছাড়া ভিডিওটি ইউটিউবেও পোস্ট হতে দেখা যায়। ক্যাপশনে লেখা, “বেশি দিন নাই আগামী ফেব্রুয়ারিতে কোরআানের সাশন দেখতে পারবেন ইনশাল্লাহ।” (বানান অপরিবর্তিত)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে ভিডিওটি ১৯ হাজার বার দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য একটি সংবাদ সম্মেলনে কথা বলছেন। তাকে বলতে শোনা যায়, “বিএনপি ৪০ সিট, জামাত ১৯০, এনসিপি পাবে ২০। এটা আমাদের জরিপ। মানুষ পরিবর্তন, সুশাসন ও ইসলামের শাসনের পক্ষপাতী। আর বেশি দেরি নাই। আগামী ফেব্রুয়ারিতেই কোরআনের শাসন দেখতে পারবেন আপনারা। সবাই আলহামদুলিল্লাহ পড়ে ভিডিওটা বেশি বেশি ছড়িয়ে দিন।”

সত্যতা যাচাইয়ে দেখা যায়, ভিডিওতে বক্তব্য দেওয়া পুলিশ সদস্যের নামফলকে কিছু বাংলা অক্ষর রয়েছে, যা কোনো শব্দ বা অর্থ তৈরি করে না। এছাড়া ভিডিওটির ৮ সেকেন্ডে পুলিশ সদস্যের সামনে হঠাৎ একটি নেমপ্লেট আসে। সেখানেও কিছু অক্ষর লেখা, যার কোনো অর্থ নেই। ভিডিওর শুরুতে পেছনে দেওয়ালে থাকা পুলিশের লোগোতে “BANNNICH POLICE” লেখা দেখা যায়। তবে ৮ সেকেন্ডে এসে লোগোটি এবং লেখা দুটিই বদলে যায়। এবার দেখা যায়, লোগোর “POLICE” শব্দটি বদলে “বীCH” এবং “BANNNICH” বদলে “BANDICH” হয়ে গেছে।

একই ভিডিও ইউটিউবেও দেখা যায়। এক ব্যবহারকারী সেখানে মন্তব্যে লিখেছেন, “মাশাআল্লাহ৷ আল্লা৷ হুুয়াকবার ঠিক কথা দোয়া৷  রইল ধন্যবাদ।” (বানান অপরিবর্তিত)। 

এছাড়া, পুলিশের এ ধরনের কোনো জরিপ বা ফলাফলের সংবাদ খুঁজে পায়নি ডিসমিসল্যাব।

তাছাড়া এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরির ৯৮ শতাংশ পর্যন্ত সম্ভাবনা আছে। এ থেকে বোঝা যায় ছড়ানো ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরির সম্ভাবনা অনেক বেশি।

অর্থাৎ, নির্বাচনের জরিপ নিয়ে পুলিশ সদস্যের বক্তব্যের ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।  এর আগেও ডিএমপি কমিশনারের এআই ভিডিও নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।

আরো কিছু লেখা