ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check of a photo card using Ekattor TV’s logo claiming rumors of a split within Jamaat-e-Islami after an alliance, showing that the card is fake and not published by the news outlet

জোটের পর জামায়াতে ভাঙনের গুঞ্জন- দাবির ফটোকার্ডটি ভুয়া

ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

একাত্তর টিভির লোগো দেখা যায় এমন এক ফটোকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। সে ফটোকার্ডে বলা হচ্ছে, জোটের পর জামায়াতে ইসলামীতে ভাঙনের গুঞ্জন উঠেছে, আর এতে তৃণমূল পর্যায়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড একাত্তর টিভি প্রকাশ করেনি।

ফেসবুকে একটি পেজ থেকে গত ১৯ জানুয়ারি একটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “জোটের পর এবার জামায়াতেই ভাঙ্গনের গুঞ্জন; তৃণমূল বিভ্রান্ত!” পোস্টে একটি ফটোকার্ডও ছিল। ফটোকার্ডের ছবিতে জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের ছবি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো দেখা যায়। মাঝে ভাঙনের প্রতীকী দৃশ্য দেখানো হয়েছে। ফটোকার্ডের শিরোনামেও লেখা, “জোটের পর এবার জামায়াতেই ভাঙ্গনের গুঞ্জন; তৃণমূল বিভ্রান্ত!” (বানান অপরিবর্তিত)। 

ফটোকার্ডের মাঝামাঝি একাত্তর টিভির লোগো দেওয়া। বামপাশে তারিখ হিসেবে, “১৯ জানুয়ারি, ২০২৬” উল্লেখ করা। নিচে বামে একাত্তর টিভির লোগো। এরপর ওয়েবসাইট, এক্স অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলের ঠিকানা। সর্ব ডানে ফেসবুক পেজ দেওয়া আছে। একাত্তর টিভির ফেসবুক পেজ থেকে পোস্ট করা সব ফটোকার্ডে এমনটাই দেখা যায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটিতে এক হাজার ২০০টিরও বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টটি ২৭ বার শেয়ার করা হয়েছে, ব্যবহারকারীদের মন্তব্য রয়েছে ৫৪৭টি। 

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে একাত্তর টিভি এর অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট এর ১৯ জানুয়ারির ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংবাদমাধ্যমটির সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। একাত্তর টিভির অনলাইন সম্পাদক ও হেড অব আউটপুট আরিফ রহমান শিবলী ডিসমিসল্যাবকে জানিয়েছে, “নিশ্চিতভাবেই এটি আমাদের নয়। কার্ডের ডিজাইনের উপর ফটোশপ করা হয়েছে। এ ধরনের খবরও আমাদের কোথাও যায়নি।”

অর্থাৎ, একাত্তর টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। জোটের পর জামায়াতে ইসলামী দলেও ভাঙনের গুঞ্জনের দাবিতে কোনো ফটোকার্ড একাত্তর টিভি প্রকাশ করেনি।

আরো কিছু লেখা