তামারা ইয়াসমীন তমা
বইমেলায় মাত্র ৬১ লাখ টাকার বই বিক্রির দাবি ভুয়া
তামারা ইয়াসমীন তমা
মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এ মাত্র ৬১ লাখ টাকার বই বিক্রি হয়েছে- এমন দাবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়াতে দেখা গেছে। তথ্য সূত্র হিসেবে দেশ রুপান্তর, বিডিনিউজ ২৪ এর মতো একাধিক গণমাধ্যমের নাম উল্লেখ করা হয়েছে। তবে যাচাইয়ে দেখা গেছে, দাবিটি ভুল। চলতি বছর বইমেলায় শুধুমাত্র বাংলা একাডেমি ৬১ লাখ টাকার বই বিক্রি করেছে। হিসেবটি সমগ্র বইমেলার নয়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে (১, ২, ৩, ৪) দাবি করা হয়, “আক্ষেপ নিয়ে পর্দা নামল বইমেলার। এবার মাত্র ৬১ লাখ টাকার বই বিক্রি। গতবছর প্রায় ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছিলো।” পোস্টের ক্যাপশনে লেখা, “বইমেলায় সর্বনিম্ন রেকর্ড সংখ্যক বই বিক্রি হয়েছে এবছর। এবার বইমেলায় ২৭ দিনে ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকার বই বিক্রি হয়েছে। ২০২৪ সালে অতিরিক্ত দুইদিনসহ আনুমানিক ৬০ কোটি, ২০২৩ সালে আনুমানিক ৪৭ কোটি, ২০২২ সালে সাড়ে ৫২ কোটি, ২০২১ সালে ৩ কোটি ১১ লাখ এবং ২০২০ সালে ৮২ কোটি টাকার বই বিক্রি হয়। #বাংলাএকাডেমি #বইমেলা #বইবিক্রি (২১ সালে কোভিডের লকডাউনেও এবারের ৩ গুন বিক্রি ছিলো।) এই দায় কার?” কয়েকটি পোস্টে (১, ২, ৩, ৪) বিগত কয়েক বছরের তুলনায় বিক্রি কমে যাওয়ার গ্রাফও দেখানো হয়, যেখানে ২০২৫ সালে মেলায় বিক্রির পরিমাণ কমে ৬১ লাখে দাঁড়িয়েছে।

যাচাইয়ে দেখা যায়, গত পয়লা মার্চ সময় টিভি তাদের ফেসবুক পেজে “কত টাকার বই বিক্রি হলো এবারের বইমেলায়?” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে ‘বইমেলায় ৬১ লাখ টাকার বই বিক্রির’ তথ্য দেওয়া হয়।
তবে কালের কণ্ঠ-সহ অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় যে, ৬১ লাখ টাকার বই বিক্রি হয়েছে শুধুমাত্র বাংলা একাডেমির স্টল ও প্যাভিলিয়ন থেকে। বিডিনিউজ ২৪ এর প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানে মেলার প্রতিবেদন তুলে ধরেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন। এর সূত্র ধরে বিডিনিউজের প্রতিবেদনে বলা হয়, “বাংলা একাডেমির বই বিক্রি কমেছে অর্ধেকের বেশি। বাংলা একাডেমি গত বছর মেলায় ১ কোটি ৩৬ লাখ টাকার বই বিক্রি করে, তার আগের বছর করে ১ কোটি ৩৩ লাখ টাকার৷ আর এবারের মেলায় (২৭ ফেব্রুয়ারি পর্যন্ত) বাংলা একাডেমি বই বিক্রি করে ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকার।” দৈনিক দেশ রুপান্তরের প্রতিবেদনেও বলা হয়, ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৯ টাকার বই বিক্রি হয়েছে (২৭ ফেব্রুয়ারি পর্যন্ত) শুধু বাংলা একাডেমি থেকে।

এ বিষয়ে বাংলা একাডেমির সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক এবং মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিনের সঙ্গে কথা বলে ডিসমিসল্যাব। তিনি জানান, “৬১ লাখ টাকা শুধুমাত্র বাংলা একাডেমির একটি স্টল থেকে বিক্রি হয়েছে। পুরো বইমেলার অন্যান্য স্টল মিলিয়ে বিক্রির পরিমাণ নিশ্চিতভাবেই আরও বেশি।”
সমগ্র বইমেলায় কত টাকার বই বিক্রি হয়েছে, সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি রোববার পর্যন্ত ছুটিতে আছি। কাজে ফিরে আমি বিষয়টি দেখব।” বইমেলার বিক্রি কমে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “এটা আমি পত্র-পত্রিকায় শুনেছি যে বিক্রি কমে গেছে এবং বলেছি যে বিক্রি কেন কমে গেল সেটা আমাদের খতিয়ে দেখা দরকার।”