আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
বিকাশ থেকে বিনামূল্যে সয়াবিন তেল দেওয়ার দাবিতে প্রতারণা

বিকাশ থেকে বিনামূল্যে সয়াবিন তেল দেওয়ার দাবিতে প্রতারণা

আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

“সবাইকে ২০ লিটার করে সয়াবিন তেল ফ্রি দিচ্ছে বিকাশ” এমন দাবিতে বিজ্ঞাপন চলতে দেখা যাচ্ছে ফেসবুকে। যদিও মোবাইল-ভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান, বিকাশ এমন কোনো অফারের ঘোষণা দেয়নি। যাচাইয়ে দেখা যায় ফেসবুক প্রচারণার মাধ্যমে প্রতারণা করে বিকাশ ব্যবহারকারীদের থেকে অর্থ আত্মসাৎ করা হচ্ছে।

মেটা অ্যাড লাইব্রেরিতে “২০ লিটার সয়াবিন তেল” কি-ওয়ার্ড সার্চ করে ১৫০০টিরও বেশি বিজ্ঞাপন চলতে দেখা যায়। বিজ্ঞাপনগুলোর সঙ্গে থাকা লিংকে ক্লিক করলেই সেটি ব্যবহারকারীদের নিয়ে যায় একটি সাইটে। বিকাশের ওয়েবসাইটের মতো দেখতে এই সাইটের শিরোনামে লেখা “সবাইকে ২০ লিটার করে সয়াবিন তেল ফ্রি দিচ্ছে বিকাশ”। আরও বলা হচ্ছে বিকাশের সকল গ্রাহক ফ্রিতে ২০ লিটার সয়াবিন তেল পাচ্ছে। ডেলিভারি ম্যান তেল পৌঁছে দেবে ব্যবহারকারীর দেয়া ঠিকানাতে।

সাইটে যুক্ত করা আছে একটি ফরম। ফরমে জানতে চাওয়া হয় ব্যবহারকারীর নাম, গ্রাম বা এলাকার নাম, জেলা, কত বছর যাবত বিকাশ ব্যবহার করছেন, এই মুহুর্তে কত টাকা রয়েছে বিকাশ অ্যাকাউন্টে, ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগের নাম্বার, ব্যবহারকারীর বয়স, জাতীয় পরিচয় পত্র আছে কিনা, বিকাশ সার্ভিস কেমন লাগে, এই সকল প্রশ্ন। প্রশ্নের উত্তর দিয়ে ‘জমা দিন’এ ক্লিক করলে সাইটটি নিয়ে যায় আকমাম ফার্নিচার নামের একটি পেমেন্ট গেটওয়েতে। এখানে ব্যবহারকারীর বিকাশ নাম্বার, ওটিপি এবং পিনকোড জানতে চাওয়া হয়। এই প্রক্রিয়াটি সম্পন্ন করলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে থাকা সকল টাকা অন্য একটি বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট আকারে চলে যায়। 

বিকাশের মূল ওয়েবসাইটের ক্যাম্পেইন শাখায় এই ধরনের কোনো প্রচারণা দেখা যায়নি। এই বিষয়ে জানতে বিকাশের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। বিকাশ সাপোর্ট টিম ডিসমিসল্যাবকে জানায়, ইতিমধ্যে তাদের নজরে এসেছে যে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে কিছু ভুয়া ওয়েবসাইট ও ভুয়া অফারের মাধ্যমে বিকাশের গ্রাহকদের অর্থ এবং তথ্য আত্মসাৎ করার চেষ্টা চালানো হচ্ছে। বিকাশ এই মুহুর্তে এমন কোন অফার ঘোষণা করেনি। বিকাশ কেন্দ্রিক প্রতারণা থেকে বাঁচতে তাদের দেয়া নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেয়া হয়েছে তাদের তাদের সাপোর্ট টিমের পক্ষ থেকে।

বিকাশকে কেন্দ্র করে এই ধরনের প্রতারণার ঘটনা নতুন নয়। এর আগেও এমন একাধিক প্রতারণামূলক বিজ্ঞাপন দেয়ার ঘটনা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব। চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্রাহককে ভালোবাসা দিবস উপলক্ষে ১৪০০ টাকা উপহার দিচ্ছে দাবি করে ৬০০টিরও বেশি প্রতারণামূলক বিজ্ঞাপনমূলক পোস্ট হতে দেখা যায়। চলতি বছরের জুলাইয়ে বিকাশের ১৬ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের ১৬,৯৯৯ টাকা উপহার হিসেবে দেয়ার ভুয়া দাবিতে বিজ্ঞাপন চলতে দেখা যাচ্ছে মেটার বিভিন্ন প্লাটফর্মে। নভেম্বরে ১১ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে বিকাশ সবাইকে ২৫০০ টাকা উপহার দিচ্ছে এমন দাবিতে প্রায় ২৬৭টি সক্রিয় বিজ্ঞাপন চলতে দেখা যায় মেটা অ্যাড লাইব্রেরিতে।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে সয়াবিন তেলের সংকট দেখা গিয়েছে। গণমাধ্যমের সূত্রে জানা যায় যে দাম বাড়ানোর পরও এখনও বাজারে সয়াবিন তেল চাহিদার তুলনায় ঘাটতিতে সরবারহ হতে দেখা যাচ্ছে।

আরো কিছু লেখা