সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
ডিসেম্বর ১, ২০২৫
১১:৫২:০০
খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টার হাসপাতালে যাওয়ার ভিডিওটি ভিন্ন ঘটনার

খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টার হাসপাতালে যাওয়ার ভিডিওটি ভিন্ন ঘটনার

ডিসেম্বর ১, ২০২৫
১১:৫২:০০

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, মূল ভিডিওটি প্রায় এক বছর আগের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের মরদেহ দেখতে ড. ইউনূসের হাসপাতালে যাওয়ার দৃশ্য এটি।

৩০ নভেম্বর ফেসবুকে একটি গ্রুপ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “নিরাপত্তা ভেঙ্গে হাসপাতালে ছুটে এলেন প্রধান উপদেষ্টা ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস স্যারকে। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে আসার জন্য।” এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত একই দাবির আরেকটি ভিডিও প্রায় ৫০ হাজার বার দেখা হয়েছে এবং ১৫০ বারেরও বেশি শেয়ার করা হয়েছে।

ফেসবুকের একাধিক পেজ, গ্রুপ (,,,) এবং ব্যক্তিগত প্রোফাইল (,,,) থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ২ মিনিট ১১ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিশাল নিরাপত্তা বহর নিয়ে কয়েকটি গাড়ি রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সামনে দাঁড়িয়েছে। সবার সামনে থাকা একটি কালো রঙের গাড়ি থেকে নেমে ড. মুহাম্মদ ইউনূস সরাসরি হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন। সেনাবাহিনীর এবং নিরাপত্তাবাহিনীর অনেক সদস্য পুরো সময় তার সাথে ছিল। হাসপাতালের ভেতরেও অনেক মানুষের ভিড়। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে উচ্চশব্দের মিউজিক শোনা যাচ্ছে।

ভিডিওর সূত্র যাচাইয়ে, বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে সংবাদমাধ্যম যমুনা টিভির ইউটিউবে প্রকাশিত ২০২৪ সালের ২০ ডিসেম্বর একটি শর্টস ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। ভিডিওর ক্যাপশনে লেখা, “উপদেষ্টা হাসান আরিফের মরদেহ দেখতে হাসপাতালে ড. ইউনূস” ১৮ সেকেন্ডের সেই ভিডিও প্রতিবেদনটির সাথে ছড়িয়ে পড়া ভিডিওর মিল লক্ষ্য করা গেছে।

অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে দেখে ডিসমিসল্যাব। যাচাইয়ে টিএইচবি বাংলা নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। বিবরণে লেখা, “নিরাপত্তা ভেঙে প্রধান উপদেষ্টা ইউনুস ছুটে আসল হাসপাতালে হাসান আরিফকে শেষবারের মতো দেখার জন্য।” ২ মিনিট ১২ সেকেন্ডের সেই ভিডিওর সাথে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।

বিস্তারিত যাচাইয়ে দেখা যায়, একই ঘটনা নিয়ে একাধিক গণমাধ্যমে অনলাইন (,,) ও ভিডিও (,,,) প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কালের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ২০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ মারা যান। ২০ ডিসেম্বর বিকেলে দুবাই থেকে ঢাকায় অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন ড. মুহাম্মদ ইউনূস। প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে যান প্রধান উপদেষ্টা।

অর্থাৎ, গতবছর উপদেষ্টা হাসান আরিফের মরদেহ দেখতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাসপাতালে যাওয়ার ভিডিওটি চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে যা সত্যি নয়।প্রসঙ্গত, ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে সংক্রমণজনিত জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) গত ২৯ নভেম্বর থেকে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভিড় করছেন অনেকে।

আরো কিছু লেখা