ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
DBC News logo used in fake photocard claiming Dr. Muhammad Yunus urged voters not to support a party, fact-check report

ডিবিসি নিউজের নামে ড. ইউনূসের বক্তব্যের ভুয়া ফটোকার্ড প্রচার

ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইঙ্গিতে কোনো একটি দলকে ভোট না দেওয়ার আহবান জানাচ্ছেন। ফেসবুকে ছড়ানো ডিবিসি নিউজের লোগোযুক্ত একটি ফটোকার্ডে এমনই এক বার্তা দেওয়া হচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড ডিবিসি নিউজ প্রকাশ করেনি।

ফেসবুকে একটি গ্রুপ থেকে গত ২৯ ডিসেম্বর ড. মুহাম্মদ ইউনূসের ছবি সম্বলিত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। জাতির উদ্দেশ্যে কোনো বক্তব্য দেওয়ার সময় প্রধান উপদেষ্টার পেছনে সাধারণত যে ব্যাকগ্রাউন্ড দেখা যায়, তেমন ব্যাকগ্রাউন্ডের একটি ছবি ব্যবহার করে তৈরি সে ফটোকার্ডে লেখা, “ব্যাক্তি সার্থের জন্য,, দূর্নীতিবাজ চান্দাবাজ দখলবাজ ও সন্ত্রাসী দল কে ভোট দিয়ে, সুন্দর একটা দেশ কে,, ধংশ করে দিবেন না,,,,” (বানান অপরিবর্তিত)।

কার্ডের উপরে বামপাশে ডিবিসি নিউজ এর লোগো দেওয়া। এছাড়া কার্ডের নিচে বামপাশে “১৬ ডিসেম্বর ২০২৫। মঙ্গলবার” লেখা আছে। মাঝে সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেল এবং ডানপাশে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি ১৮ বার শেয়ার করা হয়েছে, ৬৩টি প্রতিক্রিয়াও আছে।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে ডিবিসি নিউজের অফিশিয়াল ফেসবুক পেজের ১৬ ডিসেম্বরের ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। তবে একই ছবি ব্যবহার করে “যোগ্য লোককে ভোট দিন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন: প্রধান উপদেষ্টা” লেখা একটি ফটোকার্ড প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। 

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডিবিসি নিউজ এর সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদ মাধ্যমটির ডিজিটাল মিডিয়া উইং এর উপ-মহাব্যবস্থাপক জনাব কামরুল ইসলাম রুবেল জানিয়েছেন, প্রচারিত ফটোকার্ডটি ডিবিসি নিউজের নয়। কারণ, ধূসর রঙের ব্যাকগ্রাউন্ড ডিবিসি নিউজে ব্যবহার করা হয় না, আগেও হয়নি কখনো।

অর্থাৎ, ডিবিসি নিউজের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। “ব্যাক্তি সার্থের জন্য,, দূর্নীতিবাজ চান্দাবাজ দখলবাজ ও সন্ত্রাসী দল কে ভোট দিয়ে, সুন্দর একটা দেশ কে,, ধংশ করে দিবেন না,,,,” প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি সম্বলিত কোনো ফটোকার্ড ডিবিসি নিউজ প্রকাশ করেনি।

আরো কিছু লেখা