
ফেসবুকে ছড়ানো এক ভিডিওতে বাসে আগুন দেওয়ার সময় বিএনপি কর্মীকে গ্রেপ্তারের দাবি করতে দেখা যায় ডিএমপি কমিশনারকে। একই ভিডিওতে বাস-ট্রাক মালিকদের যান চলাচল বন্ধ রাখার আহ্বান জানাতে যায় তাকে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ডিএমপি কমিশনারের বক্তব্যটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি।
“আমরা হারবোনা” নামের ফেসবুক পেজ থেকে গত ১২ নভেম্বর একটি ১৬ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে কথা বলতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা, “বাস, ট্রাক,যানবাহন আগামীকাল বন্ধ রাখার জন্য অনুরোধ করছেন ডিএমপি কমিশনার।” নিচে ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে নির্দেশ করে কয়েকটি হ্যাশট্যাগও ব্যবহার করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৫০০ বারের অধিক শেয়ার হয়েছে। উক্ত পেজ ছাড়াও একাধিক ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয় (১, ২, ৩, ৪, ৫)।

ভিডিওতে দেখা যায়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী একটি সংবাদ সম্মেলনে কথা বলছেন। তাকে বলতে শোনা যায়, “আমরা বিএনপির একজনকে বাসে আগুন দেওয়ার সময় গ্রেফতার করেছি। তারা আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য এইসব করছে। সকল বাস ও ট্রাক সমিতির মালিকদের অনুরোধ করছি, দয়া করে ১৩ তারিখে আপনাদের যানবাহন বন্ধ রাখুন।”
ভিডিওর উপরে ডান পাশে চ্যানেল টোয়েন্টি ফোরের লোগোর মতো একটি লোগো দেখা যায়। এটির গ্রাফিক্স হুবহু চ্যানেল টোয়েন্টি ফোরের মতো হলেও ভেতরের “24” সংখ্যাটি লেখা নেই। তবে কিছু বাংলা অক্ষর রয়েছে, যা কোনো শব্দ বা অর্থ তৈরি করে না।
ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স সার্চ করা হলে, চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে গত ১১ নভেম্বর প্রকাশিত হুবহু একই দৃশ্য সম্বলিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে আওয়ামী লীগের ঘোষিত “লকডাউন কর্মসূচি” উপলক্ষে পুলিশের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে কথা বলতে শোনা যায়। তবে ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও প্রতিবেদনে পুলিশ কমিশনারের বক্তব্যে কোনো অংশে “আমরা হারবোনা” পেজ থেকে পোস্ট হওয়া ভিডিওর বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি চ্যানেল টোয়েন্টি ফোরে প্রকাশিত ভিডিওতে থাকা ডিএমপি কমিশনারের কণ্ঠের সঙ্গে, সামাজিক মাধ্যমে ছড়ানো ১৫ সেকেন্ডের ভিডিওর কণ্ঠেও মিল নেই।
এছাড়া ছড়িয়ে পড়া ভিডিওর নিচে ডান কোণায় “ভিও”(Veo) লেখা একটি ওয়াটারমার্ক দেখা যায়। ভিও হলো একটি গুগলের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভিডিও-জেনারেশন মডেল।
অর্থাৎ, বাসে আগুন দেওয়ার সময় বিএনপি কর্মীকে গ্রেপ্তার ও বাস-ট্রাক মালিকদের যান চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো ডিএমপি কমিশনারের ভিডিওটি এআই দিয়ে সম্পাদিত।