তামারা ইয়াসমীন তমা

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
আন্দোলনকারীদের জন্য সাহায্যের দ্বার খোলা জানিয়ে পাকিস্তানি দূতাবাসের বিবৃতিটি ভুয়া
This article is more than 4 months old

আন্দোলনকারীদের জন্য সাহায্যের দ্বার খোলা জানিয়ে পাকিস্তানি দূতাবাসের বিবৃতিটি ভুয়া

তামারা ইয়াসমীন তমা

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

চলমান আন্দোলনকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে ঢাকার পাকিস্তানি দূতাবাসের একটি ভুয়া বিবৃতি (, , , ,,) ছড়াতে দেখা গেছে। বিবৃতির দাবি অনুসারে, আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য জন্য পাকিস্তানি দূতাবাস সাহায্যের দ্বার খুলে দিয়েছে। তবে, বিবৃতিটি ভুয়া বলে ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত পাকিস্তানি দূতাবাস।

সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি অ্যাকাউন্টে বাংলাদেশের পাকিস্তানি দূতাবাসের লোগো সম্বলিত একটি বিবৃতি প্রচারিত হতে দেখা গেছে। বিবৃতিটি ২ আগস্ট জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে লেখা, “বাংলাদেশে চলমান শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ঢাকায় পাকিস্তান দূতাবাস একটি বিবৃতি জারি করেছে। আন্দোলনের সঙ্গে জড়িত তিন সমন্বয়ক শিক্ষার্থীর সহায়তা চাওয়ার বিষয়ে দূতাবাস অবগত। এর প্রতিক্রিয়া হিসেবে দূতাবাস শিক্ষার্থীদের প্রয়োজনে তাদের সমর্থন জানানোর জন্য প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করছে। যেকোনো শিক্ষার্থীদের সহায়তার প্রয়োজন হলে দূতাবাসের দ্বার তাদের জন্য উন্মুক্ত রয়েছে এবং সাহায্য আহ্বানের জন্য তাদের উৎসাহিত করা হচ্ছে।” জরুরি পরিস্থিতিতে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে দূতাবাসের ই-মেইল ঠিকানা ও ফোন নাম্বারও দেওয়া আছে।

তবে পাকিস্তানি দূতাবাসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ও ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টেও এধরনের কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে, গত ১৮ জুলাই বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের সতর্ক করে একটি বিবৃতি প্রকাশ করে দূতাবাস। সেখানে বলা হয়, “চলমান বিক্ষোভের কারণে, বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি নাগরিকদের তাদের চলাচলের সময় সতর্কতা অবলম্বন করার এবং যেখানে বিক্ষোভ হচ্ছে সেখান থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

১৮ তারিখের বিবৃতিটিতেও জরুরি পরিস্থিতিতে একইভাবে যোগাযোগের নির্দেশনা দেওয়া হচ্ছে। মূলত এই বিবৃতিটি সম্পাদনা করেই আন্দোলনে পাশে দাঁড়ানোর ভুয়া বিবৃতিটি বানানো হয়। 

বেশ কয়েকটি পোস্টে মালিহা আনজুম নামের একটি ফেসবুক প্রফাইল থেকে নেওয়া পোস্টের স্ক্রিনশট ছড়ানো হয়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ভেরিফায়েড ফেসবুক প্রফাইল থেকেও ভুয়া বিবৃতিটি শেয়ার করা হয়।

এবিষয়ে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে ডিসমিসল্যাবকে তারা নিশ্চিত করে যে বিবৃতিটি ভুয়া।

বাংলাদেশের পাকিস্তানি দূতাবাসের অফিসিয়াল এক্স (টুইটার) এবং ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকেও বিবৃতিটি ভুয়া জানিয়ে পোস্ট করেছে তারা।

আরো কিছু লেখা