
কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতার পা প্রকাশ্যে কেটে দিয়েছে বিএনপির সন্ত্রাসীরা- এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে, ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এটি কক্সবাজারের মহেশখালীর ভিন্ন একটি ঘটনা। চলতি বছরের ৮ সেপ্টেম্বর কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শামসুল আলম নামে এক কৃষকের পা কেটে হত্যার ঘটনার দৃশ্য এটি।
ফেসবুকের একটি প্রোফাইল থেকে ২৮ ডিসেম্বর একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, “কুমিল্লার দেবিদদারে যুবলীগ নেতার প্রকাশ্য পা কেটে দিলো বিএনপির সন্ত্রাসীরা। ১৭বছর এমন নির্যাতন দেখেছেন? প্রকাশ্য একজন মানুষের এভাবে পা কেটে দিলো তারপরও প্রশাসন,,সরকার,,মিডিয়া, নিরব! এমন নির্যাতন ৭১কেও হার মানাচ্ছে..।” এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ১৬ হাজার বারের বেশি দেখা হয়েছে।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে একই দাবিতে ভিডিওটি প্রচার করা হয়। ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি গোড়ালির একটু উপর থেকে কাটা একটি পা কাপড় দিয়ে পেঁচিয়ে উঁচু করে ধরে আছেন। তার আশেপাশে আরও কিছু ব্যক্তি দাঁড়িয়ে আছেন।
সত্যতা যাচাইয়ে কিফ্রেম ধরে সার্চ করলে, ৮ সেপ্টেম্বরের একাধিক (১, ২, ৩) অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজ থেকে শেয়ার করা একাধিক ভিডিও প্রতিবেদন ডিসমিসল্যাবের সামনে আসে। যেখানে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্য দেখা যায়। একটি পোর্টালের ক্যাপশনে বলা হয়, “মহেশখালীতে জমি নিয়ে বিরোধ: ভাই কে’টে নিলো ভাইয়ের পা।”

অধিকতর যাচাইয়ে টেলিগ্রাম নিউজ নামের একটি সংবাদমাধ্যমে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। শিরোনামে লেখা, “মহেশখালীতে জমি বিরোধের জেরে পা বিচ্ছিন্ন করে কৃষককে হত্যা।” প্রতিবেদনে বলা হয়, “কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের শামসুল আলম (৬০) নামে এক কৃষককে পা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। ৮ সেপ্টেম্বরে সোমবার রাত ৮ টার দিকে মাতারবাড়ি দক্ষিণ রাজঘাট এলাকায় এঘটনা ঘটে। তিনি উক্ত এলাকার মৃত আহমেদ মিয়ার পূত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাতারবাড়ি জেনারেল হাসপাতালের ডাক্তার রিদয় সরকার।” প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের হুবহু মিল আছে।
সত্যতা যাচাইয়ে, ঘটনার দিনে মাতারবাড়ি জেনারেল হাসপাতালে থাকা ডিউটি ডাক্তার হৃদয় সরকারের সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। ডা. হৃদয় সরকার ডিসমিসল্যাবকে নিশ্চিত করে বলেন, “ঘটনাটি সেপ্টেম্বর মাসের এবং আমার হাসপাতালেরই ঘটনা। রোগীর পা কাটা ছিল, মাথাতেও কোপ ছিল। আমি তাকে দেখে মৃত ঘোষণা করি।”
আরও বিস্তারিত জানতে বিভিন্ন প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে দেখা যায়, এ ঘটনা নিয়ে একাধিক সংবাদমাধ্যম (১, ২, ৩) প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বরে প্রকাশিত দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদন থেকে জানা যায়, ৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শামসুল আলম (৬০) নামে এক কৃষককে পা কেটে হত্যার ঘটনা ঘটে। নিহতের ভাই নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের চাচাতো ভাই ইয়াকুব আলী, আব্দুল গণি, ইয়াকুব নবীসহ আরও কয়েকজন মিলে কুপিয়ে ও পা কেটে শামসুলকে হত্যা করেছে।

উল্লেখ্য কোনো প্রতিবেদনেই নিহতের রাজনৈতিক পরিচয় নিয়ে কিছু বলা হয়নি।
অর্থাৎ, কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতার পা কেটে ফেলার দাবিতে প্রচার করা হচ্ছে কক্সবাজারের ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও।