আহমেদ ইয়াসীর আবরার
সূর্য দেবতার অপমানে সোলার প্যানেল ভাঙার দাবিটি সত্য নয়
আহমেদ ইয়াসীর আবরার
ভারতের রাজস্থানে সূর্য দেবতাকে অপমান করেছে শুনে হিন্দুরা সোলার প্যানেল ভেঙে ফেলছে– এমন দাবিতে ছবি ও ভিডিও পোস্ট হতে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। তবে যাচাইয়ে দেখা যায় দাবিটি সঠিক নয় এবং ভিডিওটিও পুরোনো। ২০১৮ সালে মহারাষ্ট্রে বেতন না দেয়ায় শ্রমিকদের সোলার প্যানেল ভাঙচুর করার দৃশ্যকে ভুল দাবিতে প্রচার করা হয়েছে। এর সঙ্গে সূর্য দেবতার অপমানের কোনো সম্পর্ক নেই।
মেসেজ এন্টারটেইনমেন্ট বিডি নামের পেজ থেকে ৩৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “ভারতে সূর্য দেবতার অপমান হচ্ছে মনে করে সরকারি সোলার ভেঙে ফেলছে সাধারণ মানুষ”। ভিডিওর ভেতরে লেখা, “ভারত, রাজস্থান। কিছু হিন্দু শুনেছেন যে সোলার প্যানেলগুলি সূর্য দেবতা (সূর্যদেব) কে অসম্মান করে, তাই তারা প্যানেলগুলি আঘাত করে সূর্য দেবতা কে সাহায্য করছে!”

একই ভিডিও একই ক্যাপশনে পোস্ট হতে দেখা গেছে মি. বাংলাদেশি নামের একটি পেজ থেকেও। ভিডিওটিতে সারিবদ্ধ অনেকগুলো সোলার প্যানেল দেখা যাচ্ছে এবং কয়েকজন নারী-পুরুষ মিলে সোলার প্যানেল ভাঙচুর করছে। ভিডিওর ৪ ও ২১ সেকেন্ডে একজন ব্যক্তিকে সোলার প্যানেলের উপরে উঠে ভাঙচুর করতে দেখা যায়। এই ব্যক্তির সঙ্গে মিল আছে– এমন একটি ছবিও একই দাবিতে প্রচার হতে দেখা গেছে সামাজিক মাধ্যম ফেসবুকে (১, ২, ৩, ৪, ৫)।
দাবিটি যাচাইয়ে কিওয়ার্ড সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে ৭ বছরেরও বেশি পুরোনো একটি ইউটিউব ভিডিও। ভিডিওর শিরোনামে লেখা, “মহারাষ্ট্রে ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের বেতন না দেওয়ায় সোলার প্যানেল ধ্বংস করা হয়েছে।” এই ভিডিওর সঙ্গে ফেসবুকে ভুয়া দাবিতে ছড়ানো ভিডিওর মিল আছে।

এই ঘটনা নিয়ে সেসময় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে ভারতের গণমাধ্যমেও। গো নিউজ ২৪x৭-এর ২০১৮ সালের একটি ভিডিও প্রতিবেদনে বলা হয়, “মহারাষ্ট্রের চল্লিশগাঁওয়ে ১০০ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র ভাঙচুর করেছে সেখানে কর্মরত ব্যক্তিরা লাঠি দিয়ে তছনছ করে দিয়েছে। কারণ ছিল তাদের বেতন না পাওয়া।” এই প্রতিবেদনেও সোলার প্যানেল ভাঙচুরের একই দৃশ্যগুলো দেখা যায়। অর্থাৎ, এই ঘটনার সঙ্গে সূর্য দেবতার অপমানের কারণে সোলার প্যানেল ভাঙচুরের কোনো সম্পর্ক নেই।
এই ভিডিও নিয়ে এর আগে একই দাবিতে ভারতেও ছড়িয়েছে ভুল তথ্য। ভারতীয় তথ্যযাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টলিতে এবছরের ১ মে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমের কিছু পোস্টে দাবি করা হয় যে, একজন হিন্দু পুরোহিতের পরামর্শে সোলার প্যানেল ভাঙচুর করা হয়, কারণ সৌর শক্তির কারণে সূর্য দেবতার অসুবিধা হয়।

একই ভিডিও ২০১৮ সালেও ভাইরাল হয়েছিল একই রকম দাবিতে। সেসময় বলা হয়েছিল যে বিজেপির এমপি অশোক সাক্সেনা দাবি করেছেন সৌর শক্তি ব্যবহার করলে সূর্য দেবতা অসন্তুষ্ট হন, তাই বিজেপি কর্মী/সমর্থকরা সোলার প্যানেল ভাঙচুর করছে। ভারতীয় তথ্যযাচাইকারী প্রতিষ্ঠান অল্ট নিউজের একটি প্রতিবেদনে দেখা যায় ‘অশোক সাক্সেনা’ নামের বিজেপির কোন এমপি নেই এবং দাবিটিও সঠিক নয়।
একই ভিডিওকে নাইজেরিয়ার দৃশ্য বলেও দাবি করা হয়েছিল ২০২৩ সালে। সেসময় এক্সের একটি পোস্টে বলা হয়েছিল যে সোলার প্যানেল বৃষ্টি থামিয়ে দেয় এবং খরা সৃষ্টি করে জন্য একটি কমিউনিটি সোলার প্যানেল ধ্বংস করছে। এ নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল এএফপি ফ্যাক্টচেক।