মো. তৌহিদুল ইসলাম
ফিলিপাইনের ভিডিও, ছড়াচ্ছে বান্দরবানের সশস্ত্র গোষ্ঠি দাবিতে
মো. তৌহিদুল ইসলাম
বান্দরবানের রুমা বাজারে সশস্ত্র গোষ্ঠীর অবস্থান দেখা যাচ্ছে – এমন দাবিতে একটি ভিডিও ছড়াতে দেখা গেছে সামাজিক মাধ্যম ফেসবুকে। কিন্তু যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের বান্দরবান অঞ্চলের নয়, বরং ফিলিপাইনের মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) নামের একটি সশস্ত্র গোষ্ঠীর। দেশটির মিন্দানাও দ্বীপে স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করে আসছে।
১৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি রাস্তার উপরে অস্ত্র হাতে ঘোরাফেরা করছে। একাধিক ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে ভিডিওটি (১, ২,৩) পোস্ট করে দাবি করা হয়েছে এটি বান্দরবানের রুমা বাজারের দৃশ্য। এমন একটি পোস্টে লেখা হয়েছে, “বান্দরবনের রুমা বাজারে স/সস্ত্র গ্রুপ গুলো M-16 নিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। সেনাবাহিনী কোথায়? দেশের সার্বভৌমত্ব কোথায়?”

ভিডিওটির কি-ফ্রেম সার্চ করে দেখা যায়, গত ২৯ জুলাই শ্যুটার চ্যানেল (Shooter Channel) নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল। এছাড়াও গত ৩১ জুলাই বাসিলান বিয়াফ (Basilan Biaf) নামের একটি ফেসবুক প্রোফাইল থেকেও পোস্ট করা হয় একই ভিডিও।
এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক প্রোফাইল থেকে একই সশস্ত্র গোষ্ঠীর আরও অনেক ভিডিও-ও পোস্ট করা হয়েছে। সেসব ভিডিওতে ব্যক্তিদের পোশাক বা ব্যাগে থাকা সশস্ত্র বাহিনীর লোগোটি স্পষ্টভাবে দেখা যায়। বান্দরবানের দৃশ্য দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওতে যে সশস্ত্র বাহিনীকে দেখানো হয়েছে, তাঁদের লোগো ও পোশাকের সঙ্গে এই লোগো ও পোশাকের মিল রয়েছে। এটি মূলত মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) নামে ফিলিপাইনের একটি সশস্ত্র সংগঠনের লোগো।

এছাড়াও, মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট প্রসঙ্গে ২০১২ সালে বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনেও সশস্ত্র ব্যক্তিদের পোশাকে একই ধরনের লোগো দেখতে পাওয়া যায়।

মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট তাদের পতাকায় প্রধানত সবুজ রঙ ব্যবহার করে। আরেক পাশের একটি অংশ থাকে সাদা। সাদা অংশে একটি চাঁদ ও একটি তারকা থাকে। আর সবুজ অংশে থাকে একটি তলোয়ার। এমআইএলএফের গোলাকৃতির লোগোটিও মূলত পতাকার সঙ্গে মিল রেখে তৈরি । শুটার চ্যানেল নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একাধিক ভিডিওগুতে হুবহু একই ধরনের পতাকা দেখতে পাওয়া যায়।
উল্লেখ্য, মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) হলো ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের মোরো মুসলিম সম্প্রদায়ের একটি সংগঠন। তারা মোরো জনগণের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।