সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
রাজশাহীর সাঁওতাল পাড়ায় হামলার দাবিতে ছড়ানো ছবিটি পুরোনো

রাজশাহীর সাঁওতাল পাড়ায় হামলার দাবিতে ছড়ানো ছবিটি পুরোনো

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে রাজশাহীর সাঁওতাল পাড়ায় হামলার দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়তে দেখা গেছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, ছবিটি ৪ বছরের পুরোনো। ২০২১ সালে প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়, সে সময় খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে মন্দির, হিন্দু মালিকানাধীন দোকানপাট ও বসতভিটায় হামলার ছবি এটি।

সাঁওতাল পাড়ায় হামলার ঘটনায় পুরোনো ছবি প্রচার

Faceless Democracy – মুখহীন গণতন্ত্র” নামের একটি ফেসবুক পেজে গত ৮ আগস্ট ছবিটি শেয়ার করা হয়। পোস্টের বিবরণে লেখা হয়েছে, “রাজশাহীর সাঁওতালপাড়ায় হামলা : ক্ষমতার দাপটে নিষ্পেষিত মানুষের গল্প।” বিস্তারিত লেখায় হামলার বিবরণ, জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য পাওয়া যায়। এছাড়া, সাঁওতালদের বেশকিছু মালামাল লুটপাটের বিষয়েও বলা হয়েছে সেখানে। আর ছবিতে দেখা যাচ্ছে একটি ঘরের মেঝেতে একাধিক ভাঙা প্রতিমার মূর্তি।

ছবিটির সত্যতা যাচাইয়ে, রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় বিবিসি বাংলার ২০২১ সালের এক অনলাইন প্রতিবেদনে একই ছবি ব্যবহার করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়, ওই বছরের আগস্ট মাসে খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে হিন্দু মালিকানাধীন দোকানপাট ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। সে সময়ে ছবিটি এক্সেও শেয়ার করতে দেখা যায়।

  • ২০২১ সালের বিবিসি বাংলার রিপোর্ট
  • এক্স পোস্টে সাঁওতাল পাড়ায় হামলার পুরোনো ছবি

অর্থাৎ, প্রায় ৪ বছর আগের ভিন্ন প্রেক্ষাপটের একটি ছবি সাম্প্রতিক দাবিতে ছড়ানো হচ্ছে।

রাজশাহীর সাঁওতালপাড়ায় সাম্প্রতিক হামলা নিয়ে সংবাদ প্রতিবেদন

প্রসঙ্গত, গত ৩০ জুলাই সকালে স্থানীয় এক বিএনপি নেতার সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে রাজশাহীর পবা উপজেলার সাঁওতালপাড়া বাগসারা গ্রামের বাসিন্দাদের। একাধিক সংবাদমাধ্যম (, ) এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। আর এই ঘটনাটিকে কেন্দ্র করেই পুরোনো ভিন্ন ঘটনার ছবি ছড়ানো হয় ফেসবুকে।

আরো কিছু লেখা