আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
মার্চ ১৪, ২০২৫
২১:২০:২০
মসজিদ ভাঙার দৃশ্য দাবিতে ছড়াচ্ছে ইন্দোনেশিয়ার পার্ক ভাঙার ভিডিও
This article is more than 6 months old

মসজিদ ভাঙার দৃশ্য দাবিতে ছড়াচ্ছে ইন্দোনেশিয়ার পার্ক ভাঙার ভিডিও

মার্চ ১৪, ২০২৫
২১:২০:২০

আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বুলডোজার দিয়ে মসজিদ সদৃশ স্থাপনা ভাঙা হচ্ছে – এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে ভিন্ন ভিন্ন দাবিতে। কোথাও বলা হয়েছে, এটি ভারতে মসজিদ ভাঙার দৃশ্য, কোথাও আবার দাবি করা হয়েছে এটি চীনে মসজিদ ভাঙার দৃশ্য। তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ভারত বা চীনের নয় এবং ভেঙে ফেলা স্থাপনাটি কোনো মসজিদও নয়। এটি ইন্দোনেশিয়ার একটি পার্কের স্থাপনা।

“মসজিদ ভাঙ্গছে ভারতীয়রা!”- এমন ক্যাপশনসহ ভিডিওটি পোস্ট হতে দেখা যায় সামাজিক মাধ্যম ফেসবুকে। ১৪ মার্চ, ‘মোশন বিডি’ নামের পেজ থেকে পোস্ট হওয়া ভিডিওটি দেখা হয়েছে ৩০ হাজারবার। শেয়ার হয়েছে ২৫০-এরও বেশি। ভিডিওটি পেজটির ইউটিউব চ্যানেল থেকেও শর্টস আকারে প্রকাশ করা হয়। একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামেও। সেখানে একজন ব্যবহারকারী লিখেছেন, “ভারতে এভাবে প্রতিনিয়ত ভাংগা হচ্ছে মসজিদ 😰 এভা‌বে য‌দি বাংলা‌দে‌শে ম‌ন্দির ভাঙ্গা হ‌তো ত‌বে এদেশ‌কে জ‌ঙ্গি ট‌্যাগ দি‌য়ে শুধু ভারত নয় এদে‌শে ভারতীয় দালাল বু‌দ্ধিজী‌বিরা দেশ অচল ক‌রে দিত।” একই দাবিতে ভিডিওটি ছড়িয়েছে ইউটিউব (, , ) এবং এক্সেও (, , )।

একাধিক প্ল্যাটফর্মে ভুয়া দাবিতে ছড়িয়ে পড়ে ভিডিওটি

একই ভিডিও ভিন্ন দাবিতে ছড়াতে দেখা গেছে সামাজিক মাধ্যম এক্সে। সেখানে দাবি করা হয়েছিল, ভিডিওটি চীনের মসজিদ ভাঙার দৃশ্য। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট (, , , ) করে লেখা হয়েছিল, “চীন সরকারিভাবে ইসলামকে ‘মানসিক রোগ’ ঘোষণা করেছে এবং শত শত মসজিদ ভাঙছে।”

ভিডিওটির সূত্র যাচাই করতে গেলে ডিসমিসল্যাবের সামনে আসে ভারতের একাধিক তথ্যযাচাইকারী সংস্থার ফ্যাক্টচেক প্রতিবেদন। দ্য কুইন্টের ফ্যাক্টচেক প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি গত ১১ ও ১২ মার্চ, ভারতের উত্তরাখন্ডের ঘটনা দাবিতে ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি মূলত ইন্দোনেশিয়ার। এখানে পশ্চিম জাবা প্রদেশের হিবিস্ক ফ্যান্টাসি পুনচাকের একটি স্থাপনা গুড়িয়ে দেয়ার দৃশ্য দেখা যায়।”

কোনো মসজিদ ভাঙার নয়, ইন্দোনেশিয়ার হিবিস্ক পর্যটন কেন্দ্রের উচ্ছেদকার্যের ভিডিও এটি

ইন্টারনেটে এই স্থাপনা ভাঙার একাধিক ভিডিও পাওয়া যায়। কিওয়ার্ড সার্চ করে এই ভিডিওটি পাওয়া যায় টিকটকেও, যার ক্যাপশন হলো “বোগরের পুনচাকের হিবিস্ক পর্যটন কেন্দ্রের ২য় দিনের উচ্ছেদকার্য।” ক্যাপশনে এটিও উল্লেখ করা হয় যে এটি কোন মসজিদ নয়, বরং একটি ফ্যান্টাসি পার্ক। ইন্দোনেশিয়ার একটি টেলিভিশন চ্যানেল, কমপাস টিভির একটি ভিডিও প্রতিবেদনেও এই স্থাপনাটি ভাঙার দৃশ্য দেখতে পাওয়া যায়। যাচাইয়ে দেখা যায়, হিবিস্ক ফ্যান্টাসি পুনচাক একটি থিম পার্ক। পার্কটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল গত ২৩ জানুয়ারি, যেখানে এই স্থাপনাটি দেখতে পাওয়া যায়।

১০ মার্চ প্রকাশিত সিএনএন ইন্দোনেশিয়ার সংবাদ প্রতিবেদনে বলা হয়, “পরিবেশগত বিধান লঙ্ঘন এবং সিলিউং নদীর ভাটিতে বন্যার সৃষ্টির কারণে হিবিস্ক ফ্যান্টাসি পূর্বে বন্ধ করা হয়েছিল। পর্যটন কেন্দ্রটি সিলিউং নদীর মাঝখানে অবস্থিত।” প্রতিবেদন অনুযায়ী পশ্চিম জাবার গভর্নর দেদি মুলিয়াদির নির্দেশনায় এই উচ্ছেদ কাজ চালানো হয়। অর্থাৎ, এটি ভারত বা চীনের কোন মসজিদ ভাঙার দৃশ্য নয়।

প্রসঙ্গত, ভারতে একাধিক মসজিদ ভাঙার ঘটনা দেখতে পাওয়া যায়। ২০২৪ সালের ডিসেম্বরে উত্তর প্রদেশে ১৮৫ বছরের পুরোনো নুরি জামা মসজিদের অংশবিশেষ ভেঙে ফেলে স্থানীয় কর্তৃপক্ষ। ২০২১ সালের মে মাসে উত্তর প্রদেশেই ভেঙে ফেলা হয় মসজিদ গরিবে নেওয়াজ আল মারুফ।  এছাড়া, চলমান হলি উৎসবকে কেন্দ্র করে ভারতের উত্তর প্রদেশে তেরপল দিয়ে মসজিদ ঢেকে দেয়া হয়েছে প্রায় এক ডজন মসজিদ।

আরো কিছু লেখা