মো. তৌহিদুল ইসলাম

ফেলো, ডিসমিসল্যাব
সেপ্টেম্বর ২৮, ২০২৫
১৯:১২:০৮
ইন্দোনেশিয়ার রাতের দৃশ্যকে খাগড়াছড়ির দাবিতে প্রচার

ইন্দোনেশিয়ার রাতের দৃশ্যকে খাগড়াছড়ির দাবিতে প্রচার

সেপ্টেম্বর ২৮, ২০২৫
১৯:১২:০৮

মো. তৌহিদুল ইসলাম

ফেলো, ডিসমিসল্যাব

খাগড়াছড়ির মহাজন পাড়ার রাতের দৃশ্য দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি পুরোনো ও ইন্দোনেশিয়ার সুরাকারতা শহরের “নাগারসোপুরো নাইট মার্কেট” নামক একটি জায়গার। 

“হুসাইন সাদ্দাম” নামের একটি পেজ থেকে গত ২৭ সেপ্টেম্বর ছড়িয়ে পড়া ভিডিওটির দৈর্ঘ্য ১২ সেকেন্ড। ভিডিওটিতে দেখা যায়, একটি গাড়ি ও কিছু মোটরসাইকেল রাস্তার একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। এসময় গাড়ি থেকে একটি বস্তু আকাশের দিকে উৎক্ষেপণ করা হয়, সেসময় আগুনের ফুলকি ও ধোয়া দেখা যায়। রাস্তায় থাকা কিছু মানুষ এদিক-সেদিক ছোটাছুটি করছেন। বিবরণে লেখা, “খাগড়াছড়ি মহাজন পারা রাতের দৃশ্য আরো ভয়াবহ আল্লাহ সবাইকে হেফাজত করুন,আমিন।”

ভুয়া দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টের স্ক্রিনশট

এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ভিডিওটি চারশ বারের বেশি শেয়ার করা হয়েছে। দেখা হয়েছে চার লাখেরও বেশিবার।

একই দাবিতে ভিডিওটি আরও একাধিক ফেসবুক পেজ-প্রোফাইল থেকেও ছড়াতে দেখা যায় (,,,,,)।

দাবিটির সত্যতা যাচাইয়ে ভিডিওটির একাধিক কিফ্রেম ও প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ডিসমিসল্যাব। এতে ভিডিওটির সঙ্গে হুবহু সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যাচাইয়ে দেখা যায়, মারতাপুরাপেডিয়া নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৩০ আগস্ট পোস্ট হওয়া দুই মিনিটের একটি ভিডিওর ৫ সেকেন্ড থেকে ১৭ সেকেন্ড অংশের সঙ্গে খাগড়াছড়ির বলে ছড়ানো ভিডিওটির হুবহু মিল আছে। ইন্সটাগ্রামের ওই ভিডিওর বিবরণে লেখা, “যতক্ষণ পর্যন্ত কেউ হতাহত না হচ্ছে, সোলোতে ডেমো চলবে— শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫। আশা করি আমার ইন্দোনেশিয়া দ্রুত স্বাভাবিক হবে।”

একই ভিডিও চলতি বছরের ২৯ আগস্ট পোস্ট হয় ইন্দোনেশিয়ার ঘটনা দাবিতে

উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে ইন্দোনেশিয়া সরকারের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির রাজধানী জাকার্তায় আন্দোলন শুরু হয়। পরবর্তীতে পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে একজন ডেলিভারি ড্রাইভার নিহত হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। 

ভিডিও ধারণের স্থানটির সঠিক অবস্থান যাচাই করতে সেখানে দেখতে পাওয়া কয়েকটি স্থাপনার কিফ্রেম নিয়ে তা রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে ভিডিওটিতে থাকা তোরণের মতো হুবহু একটি ছবি খুঁজে পাওয়া যায় শাটারস্টক নামের ছবি বেচাকেনার ওয়েবসাইটে। ছবিটির ক্যাপশনে লেখা, “সোলো, সুরাকারতা, ইন্দোনেশিয়া – ২৯ জুলাই ২০২৫। রৌদ্রোজ্জ্বল বিকেলে ‘জালান সলামেত রিয়াদি’ সড়কের সংযোগস্থলে অবস্থিত ‘নাগারসোপুরো’ ফটকের পেছন দিক থেকে সোলো শহরের কেন্দ্রস্থলের দৃশ্য।”

বিভিন্ন স্থাপনার মধ্যে দৃশ্যমান মিল

পরবর্তীতে স্থানগুলোর নাম গুগল ম্যাপে সার্চ করা হয়। গুগল ম্যাপের স্ট্রিট ভিউ থেকে দেখা যায়, ভিডিওতে দেখানো একাধিক স্থাপনা, নকশা ও দৃশ্যের সঙ্গে নাগারসোপুরো ফটক ও এর আশেপাশের ভবন, স্থাপনা ও শিল্পকর্মের হুবহু মিল।

ছড়িয়ে পড়া ভিডিওটির আট সেকেন্ড অংশে দেখানো লাল ভবনটির আকৃতি ও নকশার সঙ্গে নাগসোপুরো গেটের পেছনে অবস্থিত ভবনটির আকৃতি ও নকশা সাদৃশ্যপূর্ণ। দুটি ভবনেই একটি শিল্পকর্ম দেখা যায়। ভিডিওতে রাতের দৃশ্যে নিয়ন আলোয় ভবনটি লাল দেখালেও, দিনের স্ট্রিট ভিউতে লালচে- বাদামি রঙের ভবন দেখা যায়। ভবনের ছাদে একটি সাদা নেটওয়ার্ক টাওয়ার বা অ্যান্টেনা আছে, যা ভিডিওর রাতের দৃশ্যেও দেখা যায়। 

ভিডিওর সঙ্গে সাদৃশ্যপূর্ণ আরেকটি অবকাঠামো হলো রাস্তার প্রবেশমুখে স্থাপিত নকশাদার গেট বা তোরণ। ভিডিওটিতে রাতের দৃশ্যে দেখতে পাওয়া তোরণের নকশা ও স্ট্রিট ভিউ থেকে দেখানো এই তোরণের নকশা হুবহু মিলে যায়। ভিডিওতে এটি ধূসর আকাশি রঙের দেখালেও, গুগল ম্যাপের স্ট্রিট ভিউ থেকে দেখা যায় এটি স্পষ্টত আকাশি রঙের। 

খাগড়াছড়ির মহাজনপাড়ার রাতের দৃশ্য দাবিতে ইন্দোনেশিয়ার ঘটনা প্রচার

ফেসবুক পোস্টের সাথে গুগল ম্যাপে দেখা যাওয়া স্থাপনার দৃশ্যমান মিল

এছাড়া রাস্তার অপর পাশেও হুবহু একইরকম আরেকটি তোরণ আছে। ছড়িয়ে পড়া ভিডিওটিতে দুটি তোরণই দেখা যায়। রাস্তার অপর পাশের তোরণটির পেছনে থাকা ভবনের নকশার সঙ্গেও ভিডিওটিতে দেখানো ভবনের নকশার হুবহু মিল। 

ভিডিওর আরেকটি কিফ্রেমে দেখা যায়, তোরণ থেকে কিছুটা সামনে একটি সাদা রঙের ভবন। ভবনটির উপরে একটি সাইনবোর্ডে ইংরেজি অক্ষরে কিছু একটা লেখা। তবে ভিডিওটি রাতের হওয়ায় তা স্পষ্ট নয়। গুগল ম্যাপের স্ট্রিট ভিউ থেকেও হুবহু একই অবস্থানে একই আকৃতি, নকশা ও রঙের একটি ভবন দেখা যায়। এটির ছাদেও একটি সাইনবোর্ড আছে। এতে ইংরেজিতে লাল রঙে লেখা “টিআইপি (TIP)।” 

অর্থাৎ, ভিডিওতে দেখানো স্থানটি খাগড়াছড়ির মহাজন পাড়ার নয়, বরং ইন্দোনেশিয়ার কোটা সুরাকারতা শহরের নাগারসোপুরো নাইট মার্কেট নামক একটি জায়গার। 

প্রসঙ্গত, খাগড়াছড়িতে গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, সেদিন রাত ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় একটি খেত থেকে উদ্ধার করা হয়। পরে ঘটনায় জড়িত থাকার সন্দেহে শয়ন শীল নামে একজনকে পুলিশ আটক করে এবং আদালত তাকে ছয় দিনের রিমান্ডে পাঠায়।

পরবর্তীতে এই খবর ছড়িয়ে পড়লে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়িতে এই ঘটনার বিচারের দাবিতে গতকাল একটি অবরোধ কর্মসূচি পালিত হয়, যা এক পর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

আরো কিছু লেখা