তামারা ইয়াসমীন তমা

রিসার্চ কোঅর্ডিনেটর, ডিসমিসল্যাব
This article is more than 10 months old
Faridpur

ফরিদপুরে দু’পক্ষের সংঘর্ষের ভিডিও সাম্প্রদায়িক হামলা দাবিতে প্রচার

তামারা ইয়াসমীন তমা

রিসার্চ কোঅর্ডিনেটর, ডিসমিসল্যাব

ফরিদপুর জেলার বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা দাবি করে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও ছড়াতে দেখা গেছে। যাচাইয়ে দেখা যায়, দুপক্ষের সাধারণ কথা কাটাকাটির জেরে ওই ঘটনার সূত্রপাত, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এ বিষয়ে স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিসমিসল্যাবকে জানান, এটি কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না, দুপক্ষই সংঘর্ষে জড়িত ছিল। তাছাড়া, এ ঘটনায় উভয় পক্ষই মামলা দায়ের করলেও তাতে সাম্প্রদায়িক কোনো দ্বন্দ্বের উল্লেখ নেই বলে তিনি নিশ্চিত করেছেন।

সামাজিক মাধ্যম এক্সের একাধিক পোস্টে (, ,) সম্প্রতি বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। নীল সনাতনী নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার দিয়ে লেখা হয়েছে, “মুসলিম জঙ্গিরা হিন্দুদের ওপর হামলা করেছে। স্থান: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কৃষি ব্যাংকের সামনে”। হ্যাশট্যাগে বাংলাদেশে হিন্দু গণহত্যার উল্লেখ করেও ভিডিওটি শেয়ার করা হয়। স্পাইসি সোনাল এবং অ্যাংরি স্যাফরন নামের আরও দুটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “বাংলাদেশ, ফরিদপুর:- হিন্দু নিপীড়ন অব্যাহত আছে, নীরবে দেখছে বিশ্ব”।

ভিডিওটি যাচাইয়ে দেখা যায়, সেখানে সুমন খান ০০৭ নামের একটি লোগো যুক্ত করা আছে। ফেসবুকে অনুসন্ধান করে একই নামের একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। পেজে গত ৩ মার্চ মূল ভিডিওটি আপলোড দেওয়া হয়, যেখানে লেখা, “আজ দুপুরে বোয়ালমারী কৃষি ব্যাংক এর সামনে”। তবে এখানেও ঘটনার বিস্তারিত উল্লেখ নেই।

ফরিদপুরের বোয়ালমারীর গত সপ্তাহের ঘটনাগুলো অনুসন্ধান করতে সময় টিভি, বাংলা নিউজ ২৪ এবং দৈনিক ইনকিলাব-এর প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনগুলোতে ব্যবহৃত ছবিগুলো থেকে নিশ্চিত হওয়া যায় এটি ভিডিওতে ধারণকৃত ঘটনাস্থলের ছবি। 

তুচ্ছ ঘটনায় ফরিদপুরে দুপক্ষের মারামারি, আহত ৫ শিরোনামের সময় টিভির প্রতিবেদনে বলা হয়েছে, “গত ৩ মার্চ পৌর বাজারের পুকুর পাড় এলাকার পল্লব সরকার (২২) ও বিজয় সরকার (২১) নামে দুই যুবক পৌরসভায় ভোটার হতে যায়। দুপুরে সেখান থেকে তারা বাড়িতে ফিরছিলেন। এ সময় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়ক দিয়ে চালিনগর গ্রামের এক ভ্যানচালক রড বোঝাই করে যাচ্ছিলেন। ভ্যানে থাকা রডে যুবক পল্লবের ধাক্কা লাগলে এক পর্যায়ে তাদের সঙ্গে ভ্যানচালকের হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বিকেল সাড়ে ৩টার দিকে ওই ভ্যানচালক ও ওই যুবকরা তাদের লোকজন নিয়ে সদর বাজারের কৃষি ব্যাংকের সামনে এসে হাজির হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

বিস্তারিত জানতে ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। তিনি বলেন, “দুপক্ষের মারামারির ঘটনা ঘটেছে। দুপক্ষই মামলা পরস্পরের বিরুদ্ধে করেছে। একটি পক্ষের দাবি ভোটার আইডি কার্ডের ছবি তুলতে গিয়ে ঝামেলার সৃষ্টি হয়। অপর পক্ষ রড নিয়ে যাওয়ার সময় ঝামেলায় জড়ায় বলে মামলা দায়ের করেছে। এটি সাম্প্রদায়িক কোনো ঘটনা ছিল না।”

আরো কিছু লেখা