ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক: বাংলাদেশ সীমান্তে বিএসএফ সাদা রঙের ছাগল চুরি করার ভিডিওটি এআই নির্মিত

ফ্যাক্টচেক: বাংলাদেশ সীমান্তে বিএসএফ সাদা রঙের ছাগল চুরি করার ভিডিওটি এআই নির্মিত

ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সাদা রঙের ছাগল চুরি করছে এমন দৃশ্যের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিওতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর পোশাক পরিহিত কিছু সৈনিককে একটি সাদা রঙের ছাগলসহ দেখা যাচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।

গত ৬ ডিসেম্বর ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওর ক্যাপশনে লেখা, “🇧🇩🇮🇳 বাংলাদেশের ছাগল 🐐 চু/রি করলো ভারতের বিএসএফ” (বানান অপরিবর্তিত)। 

অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে দেখে ডিসমিসল্যাব। গত ৬ ডিসেম্বর একাধিক বাংলাদেশী সংবাদ মাধ্যম (, ) থেকে প্রচারিত একটি ভিডিও থেকে জানা যায়, বাংলাদেশ সীমান্তে বিএসএফ একটি ছাগল চুরি করেছে। ভিডিওটিতে দেখা যায়, সীমান্ত গেটের সামনে হেলমেট পরিহিত দুই সৈনিক একটি কালো রঙের ছাগলকে তাড়া করছে। একজনের হাতে লাঠি, অন্যজন এগিয়ে ছাগলটা ধরে নিয়ে যাচ্ছে। দূর থেকে ধারণ করার ফলে ভিডিওতে সৈনিকদের চেহারা সনাক্তকরণ সম্ভব হয়নি। তবে পোশাক দেখে নিশ্চিত করা যায় তারা বিএসএফ এর সদস্য।

এদিকে ফেসবুকে ছড়ানো ভিডিওতে দেখা যায় সাদা রঙের একটি ছাগল হাতে কয়েকজন বিএসএফ সৈনিককে। ভিডিওর ৪ সেকেন্ড ও  ২ মিনিট ০৯ সেকেন্ড অংশের ক্লিপ লক্ষ্য করলে দেখা যায় সাদা রঙের ছাগলটির মাথার অংশ হঠাৎ পায়ের অংশ হয়ে যাচ্ছে, পায়ের দিকটা মাথা হয়ে গেছে। এছাড়া ভিডিওতে ছাগলের শিংয়ের আকার বেশ কয়েকবার বদলাতে দেখা গেছে। থুতনিতে থাকা লোম কখনো অনেক বড় দেখাচ্ছে, কখনো হারিয়ে গেছে। গলায় কখনো ঘণ্টা-সদৃশ বস্তু দেখা যাচ্ছে, কখনো আবার নেই। 

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল “ডিপফেক-ও-মিটার” এর সর্বশেষ মডেল  এভিএসআরডিডি (২০২৫) টুল ব্যবহার করে জানা গেছে, এই ভিডিওটির এআই দিয়ে তৈরির ১০০ শতাংশ পর্যন্ত সম্ভাবনা আছে। এ থেকে বোঝা যায় ছড়ানো ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরির সম্ভাবনা অনেক বেশি।

অর্থাৎ, বাংলাদেশের সীমান্তে বিএসএফ সৈনিক কর্তৃক ছাগল চুরির ঘটনাটি সত্য হলেও ফেসবুকে ছড়ানো বাংলাদেশ সীমান্তে বিএসএফ সাদা রঙের ছাগল চুরির ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।

আরো কিছু লেখা