সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
বিয়ের দুই ঘণ্টা আগে প্রাক্তন প্রেমিককে কনের জড়িয়ে ধরার সাজানো কন্টেন্টকে সত্যি ধরে গণমাধ্যমে প্রচার

বিয়ের দুই ঘণ্টা আগে প্রাক্তন প্রেমিককে কনের জড়িয়ে ধরার সাজানো কন্টেন্টকে সত্যি ধরে গণমাধ্যমে প্রচার

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

বিয়ের মাত্র দুই ঘন্টা আগে প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় এক তরুণী- এমন দাবিতে একটি ভিডিও প্রচারিত হতে দেখা গেছে বাংলাদেশের একটি গণমাধ্যমে। ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি এক ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওর অংশ। পোস্টদাতা নিজেই স্বীকার করেছেন সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এমন কনটেন্ট তৈরি করেছেন।

“এ যেন সিনেমার কাহিনী, বিয়ের ২ ঘণ্টা আগে প্রেমিককে জড়িয়ে কান্না!”-এমন ক্যাপশনে একটি ভিডিও (আর্কাইভ লিংক) পোস্ট হতে দেখা যায় বাংলাদেশের গণমাধ্যম কালবেলা ওয়ার্ল্ড এর ফেসবুক পেজ থেকে।

১ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে বলতে শোনা যায়, “মেহেদী পড়া হাত তখনো খুঁজছে তার প্রেমিককে। জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এক তরুণী। বিয়ের পিঁড়িতে বসা বাকী তখন মাত্র দুই ঘন্টা। কনে সেজে আছেন তিনি। কিন্তু বরযাত্রী তখনো এসে পৌঁছায়নি। সেই সুযোগে কনের সাজে প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে চলে যান তরুণী। কনের সাজে গাড়ির পিছনের আসনে গম্ভীর মুখে বসে আছেন তিনি। গাড়ি থামতেই পরনের লেহেঙ্গা সামলে ছুটে যান এক তরুণের দিকে। তরুণকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি। মূলত এই তরুণই তার প্রেমিক। তরুণ মাথায় হাত বুলিয়ে তরুণীকে শান্ত করার চেষ্টা করেন। এরপর তরুণীকে বুকে জড়িয়ে ধরে মাথায় চুমু খান তিনি। কাঁদতে কাঁদতে তরুণকে বিদায় জানিয়ে আবারও গাড়িতে উঠে যান তরুণী। গাড়িতে উঠেও কান্না থামেনি তার।” তাছাড়া, সংবাদমাধ্যমটি বলছে, এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। তবে প্রতিবেদনে কোথাও ঘটনাটির স্থান উল্লেখ করা হয়নি।

ফেসবুক ব্যবহারকারীরা ঘটনাটিকে সত্য বলে মনে করে বিভিন্ন মন্তব্য করেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “পেতেই হবে এমন কোন কথা নেই দূর থেকেও ভালোবাসা যায়”। আরেকজন মন্তব্য করেছেন, “এই রকম হাজারো ছেলের জিবন শেষ করে দিয়েছে মেয়েরা,খুব সুন্দর ভাবে মায়য়া লাগিয়ে চলে গেছে,এই মায়য়ার যন্ত্রণাটা খুবি ভয়ংকর” (বানান অপরিবর্তিত) একই ভিডিও কালবেলা ওয়ার্ল্ড নামের ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হতে দেখা যায়।

ফেসবুকে বাংলাদেশের একাধিক পেজ, ব্যক্তিগত প্রোফাইল এবং গ্রুপ (, , , , ) ভিডিও থেকে ছবি নিয়ে বিভিন্ন ক্যাপশন লিখে প্রকাশ করে। এছাড়া ভারতের একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট  (, , , ) থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওগুলোর সূত্র যাচাই করতে গেলে ডিসমিসল্যাবের সামনে আসে ‘আরাভ মাভি’ নামের একটি ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ১২ ডিসেম্বর পোস্ট হওয়া একটি ভিডিও। ১ মিনিট ২৮ সেকেন্ডের ভিডিওর বিবরণে লেখা, “প্লিজ, শেষবার দেখা করিয়ে দাও তার সঙ্গে 😭😭💔💔।” নিচে আরাভ মাভি, চলতে ফিরতে, শেয়ার ইউর স্টোরি এসব হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। অডিওতে আরাভ বলেন, শ্রেয়া নামের সেই কনে তার প্রাক্তনের সঙ্গে শেষবার দেখা করতে আসে। সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওটির সঙ্গে ওই ইনস্টাগ্রাম ভিডিওর মিল পাওয়া যায়। প্রতিবেদনে যা বলা হয়েছে, ভিডিওতে ঠিক একই কথা ওই ব্যক্তিকে বলতে শোনা যায়। সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ভিডিওটি। 

তবে ওই ব্যবহারকারী পরে সেই ভিডিওর প্রসঙ্গে আরেকটি ভিডিও পোস্ট করেন। বিবরণে লেখা,“এই গল্পটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত। এটি কেবল সচেতনতা এবং হৃদয় স্পর্শ করার জন্য।” এছাড়া #shareyourstory এই হ্যাশট্যাগটি ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন অনেক মানুষ তার কাছে নিজেদের গল্প শেয়ার করেন। সেখান থেকে বিভিন্ন কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ভিডিও কনটেন্ট তৈরি করেন। বিয়ের আগে কনে তার প্রেমিকের সঙ্গে শেষ দেখা করতে যায় শীর্ষক ভিডিওটিও তিনি একইভাবে বানিয়েছিলেন। আরাভ মাভি উল্লেখ করেন, ভিডিওটি যদি মানুষের জীবনের প্রভাব ফেলে এতেই তার ভিডিও বানানো সার্থক হবে।

চ্যানেলটি যাচাই করে ওই ব্যক্তির একাধিক এমন অনুপ্রাণিত সাজানো কনটেন্ট পাওয়া যায়। চলতি বছরের ২৫ মে আইডিটি খোলা হয়েছে। ভারত থেকে তিনি তার কার্যক্রম পরিচালনা করছেন।

অর্থাৎ, সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওর দাবিটি সঠিক নয়। মূলত মানুষের জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ওই ভারতীয় কনটেন্ট নির্মাতা সাজানো ভিডিওটি তৈরি করেছেন। অতীতেও এমন সাজানো ঘটনাকে বাস্তব ধরে নিয়ে বাংলাদেশের মিডিয়ার প্রতিবেদন প্রকাশ নিয়ে ফ্যাক্টচেক করেছে ডিসমিসল্যাব।

আরো কিছু লেখা