নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব
a BNP leader edited statement about voting and religious obligations was misleadingly circulated through a clipped and out-of-context video

বিএনপি নেতার খণ্ডিত বক্তব্যকে বিভ্রান্তিকরভাবে প্রচার

নোশিন তাবাসসুম

ফেলো, ডিসমিসল্যাব

“রোজা, নামাজ, হজ্ব, যাকাত কিচ্ছু লাগবে না। ধানের শীষের ভোট দিলেই বেহেস্তে যাইতে পারবেন”- বিএনপির এক নেতার এমন বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ছড়ানো ভিডিওটি সম্পূর্ণ নয়। মূল ভিডিও কেটে বক্তব্যের আংশিক অংশ বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে। 

দ্যা ন্যারেটিভ নামের একটি পেজ থেকে গত ১৭ জানুয়ারি একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “রোজা নামাজ হজ কিছু লাগবেনাধানের শীষে ভোট দিলেই জান্নাত পেয়ে যাবেন।” ভিডিওতে এক ব্যক্তিকে বক্তব্য দিতে দেখা যায়। ০৬ সেকেন্ডের এই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “রোজা নামাজ হজ্ব কিছু লাগবে না, ধানের শীষে ভোট দিলেই জান্নাত পেয়ে যাবেন।” 

ভিডিওর উপরে বামে ক্যাপকাট এর লোগো দেখা যায়। ভিডিওতে বক্তব্য প্রদানকারী নেতার পিছনের ব্যানারে লেখা, “সুধী সমাবেশ।” ব্যানারে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে নাম লেখা, “আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া” এবং সভাপতি হিসেবে “জনাব মিয়া মোহাম্মদ ইদ্রিস” এর নাম দেওয়া। পোস্টটি এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ হাজার ৪০০ বারের বেশি শেয়ার হয়েছে। 

এছাড়া, “বাঁশেরকেল্লা” নামের পেজ থেকেও ভিডিওটি একই দাবিতে শেয়ার করা হয়। এটি এ পর্যন্ত ১২ লাখের বেশি বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে ১০ হাজারেরও বেশিবার। ফেসবুকের একাধিক পেজ (, ), ব্যক্তিগত প্রোফাইল (, , , ) এবং গ্রুপ (, , ) থেকে একই দাবিতে বক্তব্যটি প্রচার করা হয়। সামাজিক মাধ্যম ইউটিউবেও একই দাবিতে ভিডিওটি প্রচার করা হয়।

ভিডিওটির কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে “নিউজ ২৪ নাঙ্গলকোট” নামের একটি পেজ থেকে গত ১৭ জানুয়ারিতে পোস্ট করা একটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। ভিডিওর ক্যাপশনে লেখা, “নাঙ্গলকোটে জামাতের নেতাকর্মীরা বিএনপির এক নেতার ভিডিও কাটসিট করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বর্তমানে ফুল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে।” 

২৮ সেকেন্ডের ভিডিওতে বিএনপি নেতাকে বলতে শোনা যায়, “তাদের বড় এক নেতা বক্তব্য রাখছে কী? রোজা, নামাজ, হজ্ব, যাকাত কিচ্ছু লাগবে না। ধানের শীষে ভোট দিলেই বেহেস্তে যাইতে পারবেন। আরে… দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাইতে পারবেন। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই কথাটা যারা বলে এরাও জাহান্নামি। আর যারা যদি বিশ্বাস করে, তারাও জাহান্নামি হবে। তাই নয়?”

এছাড়া ফেসবুকে মো: তাজুল ইসলাম মিয়াজী নামের পেজ থেকেও সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করা হয়। এখানেও একই ব্যক্তিকে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওতে দেখা যায় তিনি শুরুতে “ধানের শীষ” বললেও এরপরই আবার দাঁড়িপাল্লার কথা উল্লেখ করেন। প্রসঙ্গত, ২০২৫ সালের ২৩ নভেম্বর, দ্য বাংলাদেশ স্টোরি নামের একটি পেজ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পাবনা-৫ আসনে জামায়াতের প্রার্থী মওলানা ইকবাল হুসাইন বলেছিলেন, “নামাজ, রোজা, হজ্ব, যাকাত, কালেমার চাইতে মুসলিম রাষ্ট্রে নেতা নির্বাচন করা সব ফরজের বড় ফরজ।” 

অধিকতর যাচাইয়ের জন্য ডিসমিসল্যাব যোগাযোগ করে এশিয়ান টিভি ও জাতীয় দৈনিক সকালের সময়ের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি মো: তাজুল ইসলাম মিয়াজীর সঙ্গে। তিনি ডিসমিসল্যাবকে নিশ্চিত করে বলেন, বক্তব্য প্রদানকারী নেতার নাম মিয়া মোহাম্মদ ইদ্রিস এবং তিনি নাঙ্গলকোট বিএনপি উপজেলার প্রধান উপদেষ্টা। 

অর্থাৎ, সামাজিক মাধ্যমে বিএনপি নেতার খণ্ডিত বক্তব্যকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

আরো কিছু লেখা